ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নবম ও দশম শ্রেণি;###;সুধীর বরণ মাঝি

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা

প্রকাশিত: ০৬:৪০, ৭ মে ২০১৭

শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা

শারীরিক শিক্ষা ও ক্রীড়া শিক্ষক, হাইমচর কলেজ, হাইমচর-চাঁদপুর। মোবাইল : ০১৭৯৪৭৭৭৫৩৫ (প্রথম অধ্যায় : বহুনির্বাচনি প্রশ্ন) ১। শারীরিক শিক্ষা কিসের সামঞ্জস্য বিধান করে? (ক) দেহ ও মনের (খ) হাত ও পায়ের (গ) মস্তিস্কের (ঘ) মাংসপেশি ও রক্তের। ২। কিসের মাধ্যমে সামাজিক সম্পর্কের প্রতিফলন ঘটে? (ক) পড়ালেখার মাধ্যমে (খ) প্রতিযোগিতার মাধ্যমে (গ) খেলাধুলার মাধ্যমে (ঘ) অভিনয়ের মাধ্যমে। ৩। নীতি হলো - (ক) বৈজ্ঞানিকতত্ত্ব (খ) সামাজিক তত্ত্ব (গ) রাষ্ট্রতত্ত্ব (ঘ) হিসাব তত্ত্ব। ৪। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য কোনটি অপরিহার্য? (ক) স্বাস্থ্যকর শ্রেণীকক্ষ (খ) শিক্ষক (গ) খেলাধুলা (ঘ) শিক্ষা সফর। ৫। নিচের কোনটি শারীরিক শিক্ষার অন্তর্ভূক্ত? (ক) ব্যায়াম (খ) বিশ্রাম (গ) শিক্ষা সফর (ঘ) ডাক্তার দেখানো। ৬। শিক্ষার পূর্ণতা আসে না কোনটি ছাড়া? (ক) খেলাধুলা (খ) বিনোদন (গ) শিক্ষা সফর (ঘ) শারীরিক শিক্ষা ছাড়া। ৭। প্রাণের জৈবিক ভিত্তি কোনটি? (ক) মানসিক শক্তি (খ) শারীরিক কর্মদক্ষতা (গ) শারীরিক ব্যায়াম (ঘ) জীবকোষের বিকাশ। নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও শারীরিক শিক্ষা দেহ ও মনের উন্নতি সাধন করে । শরীর সম্পর্কিত জ্ঞান অর্জন করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা যায়। তাছাড়া শারীরিক শিক্ষার মাধ্যমে বিভিন্ন গুনাবলী অর্জন করা যায়। ৮। শিক্ষার্থীর মনে সৃজনশীলতার অনুভূতি জাগ্রত করে- (ক) সামাজিক শিক্ষা (খ) মানবিক শিক্ষা (গ) শারীরিক শিক্ষা (ঘ) ব্যবসায়িক শিক্ষা । ৯। শারীরিক শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়- (র) সামাজিক গুনাবলী (রর) চারিত্রিক গুনাবলী (ররর) রাজনৈতিক গুনাবলী। নিচের কোনটি সঠিক (ক) র ও ররর (খ) রর ও ররর (গ) ও, রর ও ররর (ঘ) র ও রর ১০। কখন থেকে শারীরিক শিক্ষাকে নবম ও দশম শ্রেনীতে বাধ্যতামূলক করা হয় ? (ক) ২০১৩ সাল (খ) ২০১২ সাল (গ) ২০১১ সাল (ঘ) ২০১০ সাল। ১১। অন্তঃক্রীড়াসূচি কোন কর্মসূচির অর্ন্তগত? (ক) সামাজিক কর্মসূচি (খ) রাজনৈতিক কর্মসূচি (গ) শারীরিক শিক্ষার কর্মসূচি (ঘ) অর্থনৈতিক কর্মসূচি। ১২। খেলাধুলার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধা বোধ জাগ্রত হওয়া শারীরিক শিক্ষার কোন গুনাবলী? (ক) সামাজিক গুনাবলী (খ) মানসিক গুনাবলী (গ) চারিত্রিক গুনাবলী (ঘ) শারীরিক সুস্থতা অর্জন। ১৩। সুস্থ জীবন যাপনের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা অপরিহার্য? (ক) শারীরিক শিক্ষা (খ) স্বাস্থ্য শিক্ষা (গ) খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (ঘ) সমাজ বিজ্ঞন। ১৪। শিক্ষা প্রতিষ্ঠান একটি- (ক) শারীরিক শিক্ষা প্রতিষ্ঠান (খ) রাষ্ট্রীয় প্রতিষ্ঠান (গ) সামাজিক প্রতিষ্ঠান (ঘ) ব্যক্তি প্রতিষ্ঠান। ১৫। শিক্ষার প্রধান কাজ হলো- (ক) ব্যক্তির সুষম বিকাশ সাধন (খ) ব্যক্তিকে শারীরিক সৌন্দর্য দান (গ) ব্যক্তিকে আর্থিকভাবে সাবলম্বী করা (ঘ) ব্যক্তিকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা। (উত্তরসহ বাকী অংশ ছাপা হবে আগামীকাল)
×