ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মোঃ ফজলুর রহিম রিমন

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

প্রকাশিত: ০৬:৩৯, ৭ মে ২০১৭

উচ্চ মাধ্যমিক হিসাববিজ্ঞান

প্রভাষক হিসাববিজ্ঞান হলিফ্লাওয়ার মডেল কলেজ, ঝিগাতলা, ঢাকা। ইমেইল- ৎরসড়হ০১@ুসধরষ.পড়স মোবাইল : ০১৬৮০৫৫১৬৫৪ সমস্যা : বৃষ্টি লি: ১ লা জানুয়ারি ২০১৩ সালে ৭০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন। মেশিন টি শুল্ক বাবদ ৫০০ টাকা, পরিবহন বাবদ ১০০০ টাকা, সংস্থাপন বাবদ ২০০০ টাকা ব্যয় হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল ১০ বছর। মেয়াদ শেষে মেশিন টি ১০,০০০ টাকা বিক্রি করা যাবে । কোম্পানী ৩১ শে ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। করনীয়: সরল রৈখিক পদ্ধতিতে ৩ বছরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা, মেশিন হিসাব ,অবচয় হিসাব, অবচয় সঞ্চিতি হিসাব, বিশদ আয় বিবরনী ও আর্থিক বিবরনী তৈরি কর। সমাধান: মেশিনের নীট মূল্য = (মেশিনের ক্রয় মূল্য + শুল্ক ব্যয় + পরিবহন ব্যয় + সংস্থাপন ব্যয়) টাকা = (৭০,০০০ +৫০০+১০০০+২০০০) টাকা =৭৩,৫০০ টাকা। মেশিনটির অবচয় যোগ্য মূল্য = (মেশিনের নীট মূল্য - ভগ্নাবশেষ মূল্য) টাকা = (৭৩,৫০০-১০,০০০) টাকা =৬৩,৫০০ টাকা।
×