ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ॥ সভাপতি মিশা সওদাগর সম্পাদক জায়েদ খান

প্রকাশিত: ০৬:৩৬, ৭ মে ২০১৭

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ॥ সভাপতি মিশা সওদাগর সম্পাদক জায়েদ খান

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে আগামী দুই বছরের জন্য সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন খল অভিনেতা মিশা সওদাগর। সাধারণ সম্পাদক হয়েছেন একই প্যানেলের অভিনেতা জায়েদ খান। শুক্রবার বিএফডিসিতে অনুষ্ঠিত নির্বাচনের পর সারারাত ভোট গণনা করে শনিবার সকালে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর। নির্বাচনে মিশা পেয়েছেন ২৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর সানী পেয়েছেন ১৫৩ ভোট। সম্পাদক হিসেবে জায়েদ খানের প্রাপ্ত ভোট ২৭৯, অমিত হাসান পেয়েছেন ১৪৫ ভোট। সহ-সভাপতি দুটি পদে জিতেছেন নায়ক রিয়াজ (৩২৮) ও নাদির খান (২৬৫), সহ সাধারণ সম্পাদক হয়েছেন আরমান (২৬৫), সাংগঠনিক সম্পাদক সুব্রত (৩১০), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে নায়ক ইমন (২৬৫), ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হোসেন, কোষাধ্যক্ষ কমল, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর। কার্যকরী সদস্য ১১টি পদে জয়ী হয়েছেন অঞ্জনা সুলতানা, আলীরাজ, জেসমিন, নাসরিন, পপি, ফেরদৌস, পূর্ণিমা, মৌসুমী, রোজিনা, সুশান্ত ও সাইমন সাদিক। এবার ২১টি পদের বিপরীতে ৫৭ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬২৪ জনের মধ্যে ৫৫৮ জন ভোটার ভোট দিয়েছেন। শুক্রবার সকাল ১০টা থেকে ভোট নেয়া শুরু হয়। বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও পরে তা এক ঘণ্টা বাড়ানো হয়। ভোট গণনাকক্ষে শাকিবের অনাকাক্সিক্ষত প্রবেশ : বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টার দিকে মদ্যপ অবস্থায় সেখানে ঢুকে পড়েন চিত্রনায়ক শাকিব খান। কিছুক্ষণ পর ধাওয়া খেয়ে বিএফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি। সেখানে তিনি প্রায় ১০ মিনিট অবস্থান করার পর ভোট গণনাকারীরা তাঁকে বের করে দেন। এরপর প্রার্থীর সমর্থকদের ধাওয়া খেয়ে দ্রুত নিজের গাড়িতে ওঠেন তিনি। এ সময় কেউ কেউ তাঁর গাড়ির দিকে স্যান্ডেল ও ইট ছুঁড়ে মারে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর বলেন, ভোট গণনাকক্ষে প্রার্থীর প্রতিনিধি ছাড়া কারও প্রবেশের অধিকার নেই, সেখানে শাকিব খান একজন সাধারণ ভোটার। আমরা ব্যস্ত ছিলাম, সে পেছনের গেট থেকে প্রবেশ করে। তবে তাকে বেশিক্ষণ থাকতে দেয়া হয়নি। আমরা দ্রুত তাকে বের করে দিয়েছি। বাইরে বেরিয়ে ধাওয়ার মুখে পড়েছেন জানার পর এই নির্মাতা বলেন, অন্যায় করলে ধাওয়া তো খাবেই।
×