ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জঙ্গী ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব ছাত্রলীগের

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মে ২০১৭

জঙ্গী ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্ব ছাত্রলীগের

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকা- অত্যন্ত জরুরী। তাই জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সাংস্কৃতিক কর্মকা-ে গুরুত্ব দিচ্ছে ছাত্রলীগ। শনিবার ঢাকা বিশ^বিদ্যালয়ের কবি জসীম উদদীন হল মাঠে ‘শেখ কামাল স্মৃতি টুর্নামেন্ট ২০১৭’ উদ্বোধনী অনুষ্ঠানে ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকা- শিক্ষার অন্যতম একটি অংশ। তাই ছাত্রলীগ কেবল রাজনৈতিক কর্মকা-ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাংস্কৃতিকমূলক কর্মকা-ে গুরুত্ব দিচ্ছে। জঙ্গীবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে সাংস্কৃতিক কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাই ছাত্রলীগ লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকা-ে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এর আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাবি ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার সুষ্ঠু বিকাশের জন্য প্রয়োজন সাংস্কৃতিক চর্চা। মনোজগতের বিকাশ করার জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজন। ছাত্রলীগের কর্মীদের পড়াশোনার পাশাপাশি রাজনীতি করতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের মেধাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। এ সময় তিনি ছাত্রলীগের কর্মীদের উদ্দেশ্য করে বলেন, অসাম্প্রদায়িক ও শোষণমুক্ত বাংলাদেশ গড়ে তোলতে দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। ঢাকা বিশ^বিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ ছাত্রলীগ টুর্নামেন্টের আয়োজন করে। অনুষদভুক্ত ১৪টি বিভাগ এ খেলায় অংশ নিবে।
×