ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা লাইফ সাপোর্টে

প্রকাশিত: ০৬:৩৫, ৭ মে ২০১৭

প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক মামা লাইফ সাপোর্টে

দেলওয়ার হোসেন, সুইডেন থেকে ॥ সুইডেন প্রবাসী বীর মক্তিযোদ্ধা, ’৭১-এর রণাঙ্গনের অকুতোভয় সৈনিক, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়ের অন্যতম প্রধান নিয়ামক সরকারী সাক্ষী শহীদুল হক মামা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তিনি এখন কাতারের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। ৩ মে তিনি ঢাকা থেকে সুইডেন ফেরার পথে বিমানে অসুস্থ হয়ে পড়লে তাকে দোহার একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে স্টকহোল্ম থেকে তার স্ত্রী, পুত্র কন্যা দোহা রওয়ানা হন এবং তারা সেখানেই অবস্থান করছেন। একটি বিশ্বস্ত সূত্র জানায়, স্টকহোল্ম ও কাতারের বাংলাদেশ দুতাবাস তার চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনায় বিশেষ দায়িত্ব নিয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। তার এই সঙ্কটাপন্ন অবস্থার কথা জেনে সুইডেনসহ গোটা ইউরোপের প্রবাসী বাঙালীদের মাঝে নেমে এসেছে চরম উৎকণ্ঠা। তারা তার সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় কাদেরীয়া বাহিনী, হেমায়েত বাহিনী ও মামা বাহিনী নামে যে বাহিনী ছিল সেই মামাবাহিনীর প্রধান ছিলেন বীরমুক্তিযোদ্ধা শহীদুল হক মামা। রণাঙ্গনের ২ নম্বর সেক্টরের মেলাঘর ইউনিটের প্রধান এই বীর সেনানী অতুলনীয় পরাক্রমের সঙ্গে স্বাধীনতার শত্রু বিহারিদের দখলে থাকা দুর্ভেদ্য ঘাঁটি মিরপুর মুক্ত করেন। অদ্ভুত সখ্যতা মানুষ ও পশু-পাখির মধ্যে সখ্যতা সেই প্রাচীনকাল থেকেই। ইতালির রাজধানী রোমে বৃহস্পতিবার বিড়াল কাঁধে নিয়ে বাইসাইকেলে গন্তব্যের উদ্দেশে এক ব্যক্তি -এএফপি নির্ভীক কবুতর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে রুশ বাহিনীর জয়ের ৭২তম বার্ষিকী উদ্্যাপনের প্রস্তুতি চলছে মস্কোতে। মস্কোর পকলোনায়া গোরা ওয়ার মেমোরিয়াল পার্কে শনিবার রুশ সেনাবাহিনীর ক্যাডেটদের প্যারেড চলাকালে সেখানে হাঁটছে এই কবুতরটিও। -এএফপি
×