ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আসছে নো-ফ্লাই লিস্ট

প্রকাশিত: ০৬:০৬, ৭ মে ২০১৭

আসছে নো-ফ্লাই লিস্ট

এ বার বিমানযাত্রার সময় কোন যাত্রী বেয়াদবি করলেই তার নাম উঠবে নো-ফ্লাই লিস্টে। দু-বছর পর্যন্ত তার বিমানে চড়া নিষিদ্ধ করা হবে। এমনটাই জানিয়েছে ভারতের বিমান মন্ত্রণালয়। জুন থেকে চালু হবে এই নতুন নিয়ম। চলতি বছর ২৩ মার্চ এয়ার ইন্ডিয়ার কর্মীকে জুতোপেটা করে খবরের শিরোনামে আসেন শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়। এয়ার ইন্ডিয়াসহ বিভিন্ন বিমান সংস্থা তার বিমানযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে। এ ঘটনার পর নতুন করে জোরাল হয় নো ফ্লাই লিস্ট তৈরির দাবি। অবশেষে পদক্ষেপ গ্রহণ করেছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। শুক্রবার বিমানমন্ত্রী অশোক গজপতি রাজুর সংবাদ সম্মেলনে নো ফ্লাই লিস্টের খসড়া বিধি প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, বিমানে বা বিমানবন্দরে অপরাধের ধরন অনুযায়ী ঠিক হবে শাস্তির মেয়াদ। লেভেল ওয়ান অপরাধ- খারাপ আচরণ, খারাপ অঙ্গভঙ্গি। এজন্য ৩ মাস বিমানে ওঠা যাবে না। লেভেল টু অপরাধ- শারীরিক এবং যৌন নিগ্রহ। শাস্তির মেয়াদ ৬ মাস। প্রাণঘাতী আঘাত করা বা বিমানের অপারেটিং সিস্টেমে ক্ষতি করলে দুবছর বা তার বেশি সময়ের জন্য বিমানযাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হবে। কোন যাত্রীর খারাপ আচরণ কোন স্তরে পড়বে, তা ঠিক করবে কে? এ বিষয়টি অবশ্য খোলসা করেনি সরকার। সূত্র: জি নিউজ
×