ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেলে দেয়া চা পাতার জন্য...

প্রকাশিত: ০৬:০৬, ৭ মে ২০১৭

ফেলে দেয়া চা পাতার জন্য...

এলাকা দখলের জন্য দেশে দেশে লড়াই হয়। সামান্য বিষয় নিয়েও পড়শিদের মধ্যে ঝামেলা হয়। গু-ারা কেউ কাউকে ছাড়ে না। আর ওরা ছাড়বে? ওদের লড়াইটা ফেলে দেয়া বিকেলের চা পাতার দখলের জন্য। এ পা ঠোকে, তো ও গর্জায়। এ মাথা নাড়ে, তো ও তেড়ে যায়। ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপাড়া কোতরং বাজারের কাছে দুই ষাঁড়ের পাক্কা সোয়া এক ঘণ্টার লড়াই অবশ্য অমীমাংসিত ছিল। কিন্তু সেই লড়াই দেখতে গিয়ে হাসপাতালে যেতে হয় অন্তত পাঁচ জনকে। ওই এলাকা সাদা ষাঁড়টির নিজের এলাকা। এখানেই সে বেশিরভাগ সময় ঘুরে বেড়ায়। প্রতিদিন বিকেলে এখানকার একটি চায়ের দোকানের ফেলে দেয়া চা-পাতা খেতে আসে। কালো ষাঁড়টিকে ওই এলাকায় দেখা যায় মাঝেমধ্যে। এলাকার লোকজন জানান, বৃহস্পতিবার বিকেলে কালো ষাঁড়টি আগে এসে ওই দোকানের চা-পাতা খেয়ে পাশেই শুয়ে ছিল। ফলে সাদা ষাঁড়টি এসে নিজের ‘হকের চা’ পায়নি। মুহূর্তে তার মেজাজ খারাপ হয়ে যায়। সে সরাসরি আক্রমণ করে বসে জাত-ভাইকে। তার পরেই লড়াই শুরু হয়ে যায়। এই লড়াইয়ে দু’পক্ষের কেউ অবশ্য জখম হয়নি। দু’পক্ষের শিংয়ের খটাখট, তুমুল ধুলোর ঝড় তোলা, হুঙ্কার দেখতে মুহূর্তে ভিড় জমে চারপাশে। সাইকেল, রিক্সা, মোটরবাইক, টোটো চলাচল বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে অবশ্য ওই ভিড়ই লড়াই থামাতে উদ্যোগী হয়। কেউ বালতি করে পানি ছুড়তে থাকেন। কেউ পটকা ফাটান। তাতেও তেজ কমেনি দুই ষাঁড়ের। পরিস্থিতি খারাপ বুঝে এলাকাবাসী পুলিশ ও দমকলে খবর দেন। কিন্তু তারা আসার আগেই ষাঁড় দুটি নিজেরাই রণে ভঙ্গ দেয়। আর তখনই বিপত্তি। তারা ছুটে পালানোর সময়ে শিংয়ের গুঁতোয় জখম হন চারজন। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×