ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:০৫, ৭ মে ২০১৭

কুমিল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি, ৬ মে ॥ পূর্বশত্রুতার জের ধরে সশস্ত্র সন্ত্রাসীরা আমির হোসেন রাজন নামে এক যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে জেলার দাউদকান্দি উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া মসজিদের সামনে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ রাজনের উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রাজন দাউদকান্দি পৌর এলাকার কাজিরকোনা গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সর্বশেষ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিল। হত্যাকা-ের খবর পেয়ে জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রাত ৮টায় দাউদকান্দি থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, নিহতের মরদেহ ঢাকা থেকে আনা হয়নি, তবে হত্যার সাথে জড়িত সন্দেহভাজন আসামিদের ধরতে পুলিশের অভিযান চলছে। স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে এলাকায় জমি দখল, টেন্ডার নিয়ন্ত্রণসহ আধিপত্য বিস্তার নিয়ে নিহত রাজনের সাথে একই এলাকার মোস্তাক-স্বপন গ্রুপের বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপ ক্ষমতাসীন দলের শেল্টারে থাকলেও একাধিকবার পাল্টাপাল্টি মামলা-হামলারও ঘটনা ঘটে। প্রায় দেড় বছর আগে রাজনের নেতৃত্বে তার হত্যাকারীদের উপর হামলার ঘটনা ঘটেছিল। এরই জের ধরে শনিবার বেলা পৌনে ১১টার দিকে দাউদকান্দি উপজেলা সদরের পশ্চিম মাইজপাড়া এলাকায় মসজিদের সামনে রাজনকে একটি রিক্সার উপর পেয়ে ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তার উপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে দুই পা-হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়। এদিকে রাজনের মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলসহ আশ-পাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত রাজনের বিরুদ্ধে থানায় ১১টি মামলা রয়েছে বলে জানা গেছে। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে হত্যাকা-ে ব্যবহৃত একটি চাপাতিসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকা-ের ঘটনা ঘটেছে, ঘটনায় জড়িতদের নাম-পরিচয় জানা গেছে, তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’
×