ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌদি অর্থায়নে ৫৬০ মসজিদ ॥ সতর্ক দৃষ্টি রাখার আহ্বান ইসলামী দলগুলোর

প্রকাশিত: ০৬:০৫, ৭ মে ২০১৭

সৌদি অর্থায়নে ৫৬০ মসজিদ ॥ সতর্ক দৃষ্টি রাখার আহ্বান ইসলামী দলগুলোর

স্টাফ রিপোর্টার ॥ ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেও সৌদি অর্থায়নের কারণে সেখানে জঙ্গী সংগঠন আইএসের উদ্ভাবক ওহাবি-সালাফিদের কেন্দ্র হওয়ার আশঙ্কা করছে আওয়ামী ওলামা লীগসহ বিভিন্ন ইসলামী দল। সরকার সমর্থক ওলামা লীগ এমন আশঙ্কায় সৌদি অর্থায়নে নির্মিতব্য মসজিদগুলো যাতে আইএসর উদ্ভাবক ওহাবি-সালাফি মতবাদের কেন্দ্র না হয় সেদিকে দৃষ্টি রাখতে সরকারকে সতর্ক করেছে। দলগুলোর নেতারা বলেছেন, ওহাবি-সালাফি চিন্তাধারার ফসল হচ্ছেÑ আজকের জামায়াত-রাজাকার, হিযবুত তাহরীর, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, নব্য জেএমবি, আহলে হাদীস, জাকির নায়েক ও আল বানীরা। এ ওহাবি-সালাফি মতবাদের আন্তর্জাতিক ফসল হচ্ছে, আইএস, আল শাবাব, বোকো হারাম, আল কায়েদা ও তালেবানের মতো উগ্র সন্ত্রাসী গ্রুপ। শনিবার বিভিন্ন দাবিতে আওয়ামী ওলামা লীগসহ সরকার সমর্থক ১৩টি ইসলামী দল জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানিয়েছে। কর্মসূচীতে বক্তব্য রাখেনÑ আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী, সাধারণ সম্পাদক আলহাজ কাজী মাওলানা মোঃ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ সভাপতি হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, মাওলানা হাবীবুল্লাহ রূপগঞ্জী, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, মাওলানা মুজিবুর রহমান চিশতি, হাফেজ মাওলানা মোস্তÍফা চৌধুরী, হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, মাওলানা জুবায়ের হাসান নিজামী, আলহাজ মাওলানা মুহম্মদ তাজুল ইসলাম, আলহাজ মাওলানা মুহম্মদ সাইফুল ইসলাম, ডাঃ সাইফুদ্দীন মিয়াজি প্রমুখ। কর্মসূচীতে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন বাংলাদেশ, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, হাক্কানি আলেম সমাজ, জাতীয় ওলামা পরিষদ, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, বাংলাদেশ ফেৎনা প্রতিরোধ কমিটি, আমরা ঢাকা বাসীর নেতৃবৃন্দ অংশ নেন। তারা বলেন, সারাদেশে ৫৬০টি মসজিদ তৈরির প্রকল্প নেয়ায় প্রধানমন্ত্রীকে দেশের ইসলামী জনতার পক্ষ থেকে অভিনন্দন। তবে সৌদি অর্থায়নে নির্মিত মসজিদগুলো যাতে সন্ত্রাসী সংগঠন আইএসর উদ্ভাবক ওহাবি-সালাফি মতবাদের কেন্দ্র না হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। মসজিদগুলোর পাশাপাশি স্থাপন করা হবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। তবে প্রতি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করে দেবে সৌদি আরব।
×