ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাহসী মা পেটাল মেয়ের উত্ত্যক্তকারীকে

প্রকাশিত: ০৬:০৪, ৭ মে ২০১৭

সাহসী মা পেটাল মেয়ের উত্ত্যক্তকারীকে

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৬ মে ॥ শনিবার দুপুরে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এলাকায় মেয়ের উত্ত্যক্তকারীকে পিটিয়েছে এক মা। উত্ত্যক্তকারী বখাটে যুবক কৃষ্ণ অধিকারীকে (২৫) আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রীর মা অভিযোগ করেন, শৈলকুপা উপজেলার আলফাপুর গ্রামের অশিত অধিকারীর ছেলে বখাটে কৃষ্ণ অধিকারী দীর্ঘদিন ধরে মাগুরা জেলার শ্রীপুর ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। উত্ত্যক্ত ঘটনায় এর পূর্বে শ্রীপুর কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কৃষ্ণকে ধরে পুলিশে সোপর্দ করেছিল। সে সময় মান সম্মানের ভয়ে মামলা না করায় একদিন হাজতবাসের পর সে ছাড়া পেয়ে যায়। কিন্তু তার মেয়ের পিছু ছাড়েনি বখাটে যুবক কৃষ্ণ। দুপুরে বাড়ি থেকে সঙ্গে করে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে অনার্স পরীক্ষা দিতে আসার পথে মোটরসাইকেলে পিছু নেয় বখাটে কৃষ্ণ অধিকারী। পরে কলেজ গেটে পৌঁছালে সে কথা আছে বলে তার মেয়ের হাত ধরে টান দেয়। মেয়েকে দ্রুত পরীক্ষার রুমে পৌঁছে দিয়ে এসে দেখতে পান কলেজের সামনে চায়ের দোকানে ওই বখাটে বসে আছে। এ সময় তিনি তাকে চড় মারেন। মেয়েদের সঙ্গে বখাটেপানা করার জন্য উপস্থিত জনগণ ওই যুবককে মারধর করেন বলে তিনি জানান। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মোঃ রফিকুল ইসলাম জানান, মাগুরা হাসপাতালে আহত যুবকের পুলিশী নজরদারিতে চিকিৎসা চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। উত্ত্যক্তের শিকার ছাত্রী বা তার মা মামলা করলে তাকে আটক করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
×