ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যশোরে শাহরিয়ার কবির

হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনভিপ্রেত

প্রকাশিত: ০৬:০৪, ৭ মে ২০১৭

হেফাজতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনভিপ্রেত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হেফাজতের ৭ ও ১৩ দফা দাবি নিয়ে বৈঠকটি অনভিপ্রেত। যা কাম্য নয়। তাদের কথায় দেশ চলতে পারে না। বাংলাদেশকে রক্ষা করতে হলে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এ দেশ আমাদের। তাই সচেতনতা, দায়িত্ববোধ নিয়ে আন্দোলন চলমান থাকলে জামায়াত-হেফাজত কিছুই করতে পারবে না। শনিবার বিকেলে যশোর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় নাগরিক সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। শাহরিয়ার কবীর বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হলে দেশের প্রতিটি মসজিদে শুক্রবারের খুতবায় জামায়াত-হেফাজতের প্রেসক্সিপশনকৃত খুতবা বাদ দিয়ে সরকারের বেঁধে দেয়া খুতবা পাঠ করতে হবে। যা সৌদি আরব ও ইরানের মতো মুসলিম দেশে সরকারের দেয়া খুতবা পাঠ করা হয়। এ ব্যাপারে সরকারের কাছে প্রস্তাব দেয়া হয়েছে। সরকার এতে ব্যর্থ হলে নাগরিক সমাজকে সঙ্গে নিয়ে হেফাজত ও জামায়াতকে রুখে দেয়া হবে। তিনি আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এবং লাখ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। দেশে লক্ষকোটি টাকার বাজেট হয় কিন্তু শহীদ পরিবারের নামে কোন বাজেট রাখা হয় না। তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখতে হবে। যে সব যুদ্ধাপরাধীর শাস্তি হয়েছে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে তা ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বণ্টন করতে হবে। ২০১৩ সালে হেফাজত ও জামায়াতের সকল তা-বের বিচার করতে হবে। হেফাজত উগ্র মৌলবাদী একটি সংগঠন। একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও প্রস্তাবিত মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার অপরাধ আইন শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণজাগরণ মঞ্চ যশোরের আহ্বায়ক কাজী আব্দুস শহীদ লাল। স্বাগত বক্তব্য রাখেনÑ যশোর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন-অর রশীদ। সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য ইকবাল কবীর জাহিদ, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান বকুল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এ্যাড. মাহামুদ হাসান বুলু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায় ও সহ-সভাপতি আহসান উল্লাহ ময়না, জেলা সিপিবি সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অসীম কু-ু, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর সন্তোষ দত্ত, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আফজাল হোসেন দোদুল, উদীচীর যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব ও যুগ্ম সাধারণ সম্পাদক নবনীতা সাহা তপু প্রমুখ।
×