ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্ট আজ খুলছে, বেশকিছু গুরুত্বপূর্ণমামলার রায় শীঘ্রই

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মে ২০১৭

সুপ্রীমকোর্ট আজ খুলছে, বেশকিছু গুরুত্বপূর্ণমামলার রায় শীঘ্রই

স্টাফ রিপোর্টার॥ অবকাশ শেষে আজ রবিবার সুপ্রীমকোর্ট খুলছে। আইনজীবী ও বিচারপ্রার্থীদের আগমনে আবারও মুখর হবে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণ। এদিকে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ ও হাইকোর্ট বিভাগে কিছু গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। কিছু মামলার রায় ঘোষণা হবে। সারাদেশের মানুষের দৃষ্টি থাকবে সুপ্রীমকোর্টের দিকে। গত ১৪ এপ্রিল থেকে শনিবার পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের কারণে সুপ্রীমকোর্টের নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরী বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রীমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চে বিচার কার্যক্রম চালু ছিল। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। এ ছাড়াও সুপ্রীমকোর্টের আপীল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারণ করে দিয়ে আদালত নির্ধারণ করে দেয়া হয়েছিল। রবিবার থেকে যথারীতি খুলবে সর্বোচ্চ আদালত সুপীমকোর্ট। শুরু হবে নিয়মিত বিচার কার্যক্রম। এদিকে সুপ্রীমকোর্ট অবকাশের আগে বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহের ঘটনায় করা হত্যা মামলায় ১৫২ আসামির মৃত্যুদ-ের অনুমোদন ও আসামিদের আপীলের শুনানি শেষ হয়েছে। রায় ঘোষণার জন্য সিএভি রাখা হয়েছে। অর্থাৎ যে কোন দিন রায় ঘোষণা করা হবে। এ ছাড়া একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় সুপ্রীমকোর্টের আপীল বিভাগের আমৃত্যু কারাদ- দেয়া সাজার রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী ও রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি শুরু হবে ১৪ মে। নিম্ন আদালতে বিচারকদের চাকরির শৃঙ্খলা বিধিমালা, ষোড়শ সংশোধনী বাতিলের আপীল শুনানি, এরশাদের সাজার বিরুদ্ধে আপীলের রায়, ঐশী রহমানের আপীলের রায়, রমনায় বোমা হামলা মামলার শুনানির মতো আলোচিত মামলার ভিড়ে জমজমাট থাকবে উচ্চ আদালত অঙ্গন। নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপীল শুনানিও শীঘ্র শুরু হচ্ছে। সুপ্রীমকোর্ট রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার পেপারবুক প্রস্তুত সম্পন্ন হয়েছে। মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের নিয়মিত ও জেল আপীল এবং ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টে শীঘ্রই শুরু হচ্ছে। সাত খুন মামলায় নিম্ন আদালতের মৃত্যুদ-ের রায় অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে নথি। এ ছাড়া এই মামলায় মৃত্যুদ-প্রাপ্ত ১৬ আসামির নিয়মিত ও জেল আপীল শুনানির জন্য গত ৮ ফেব্রুয়ারি গ্রহণ করেন হাইকোর্ট। সাত খুন মামলায় মৃত্যুদ-প্রাপ্ত আসামিদের মধ্যে নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন, মাসুদ রানা, এমদাদুল হক (হাবিলদার), বেলাল হোসেন, আবু তৈয়ব, শিহাব উদ্দিন, এসআই সুনেন্দু বালা, পূর্ণেন্দু বালা, আসাদুজ্জামানূর, মূর্তজা জামান চার্চিল, আলী মোহাম্মদ, মিজানুর রহমান বিপু, আবুল বাশার ও রহম আলী হাইকোর্টে নিয়মিত আপীল ও জেল আপীল দায়ের করে। গত ১৬ জানুয়ারি সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন ও র‌্যাবের বরখাস্ত তিন কর্মকর্তাসহ ২৬ জনকে চাঞ্চল্যকর সাত খুনের মামলায় মৃত্যুদ- দিয়ে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন রায় দেন। এ মামলার ৩৫ আসামির মধ্যে বাকি ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ৩৫ আসামির মধ্যে ১১ জন এখনও পলাতক। প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত ব্যক্তি। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মধ্যে ছয়জনের লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মোঃ ইব্রাহিম। এ ঘটনার একদিন পর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে নূর হোসেনসহ ছয় আসামির নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
×