ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাল্যবিয়ে রুখে দাঁড়ানো সেই নীলিমা পেল এ-গ্রেড

প্রকাশিত: ০৫:৫৭, ৭ মে ২০১৭

বাল্যবিয়ে রুখে দাঁড়ানো সেই নীলিমা পেল এ-গ্রেড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নিজের বাল্যবিয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে অমানুষিক নির্যাতনের শিকার আগৈলঝাড়া উপজেলার নীলিমা কর নিশি এবার এসএসসিতে এ-গ্রেড পেয়েছে। উপজেলার বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে নির্যাতিতা নীলিমা এ ফল অর্জন করে। নারী নির্যাতন বন্ধসহ দেশসেবার জন্য নীলিমা ভবিষ্যতে বিচারক হওয়ার স্বপ্ন দেখছে। সূত্রমতে, উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও স্থানীয় নিপুল করের কন্যা নীলিমা কর নিশি নিজ পরিবারের বিরুদ্ধে লড়ে নিজের বাল্যবিয়ে রুখে দিয়ে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এজন্য নিজের বাবা ও কাকাদের হামলায় তাকেসহ তার মা ও বোনকে রক্তাক্ত জখম হতে হয়। দীর্ঘদিন তাদের থাকতে হয়েছে হাসাপাতালের বিছানায়। এ ঘটনার পর এ স্কুলছাত্রীর সার্বিক অবস্থা তখন মনিটরিং করেছে মহিলাবিষয়ক মন্ত্রণালয়। ওই ঘটনায় নীলিমার বাবা নিপুল কর, কাকা রনি কর ও বাল্যবিয়ে দেয়ার জন্য ঠিক করা পাত্র অমর সরকারকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। নীলিমা জানায়, বাবা, মা, পাঁচ বোন ও এক ভাইকে নিয়ে তাদের সংসার। আর্থিক অনটন তাদের নিত্যদিনের সঙ্গী। বাবার একার আয়ে ভাই ও বোনদের লেখাপড়ার পাশাপাশি পরিবারের ভরণপোষণ চলে বহু কষ্টে। বড় সন্তান হিসেবে লেখাপড়ার পাশাপাশি নৃত্য ও কণ্ঠশিল্পী হিসেবে তাকে (নীলিমা) বিভিন্ন অনুষ্ঠানে নাচ ও গান করে পাওয়া অর্থে নিজের এবং ভাইবোনদের লেখাপড়ার খরচ যোগাতে হয়। এরই মধ্যে গত ২৪ এপ্রিল নীলিমার অমতে তার বাবা ও দুই কাকা একই উপজেলার মোল্লাপাড়া গ্রামের আদিত্য সরকারের ছেলে অমর সরকারের সঙ্গে তার বিয়ে ঠিক করে। বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই রাতে তার কাকা বিপুল কর ও রনি কর মিলে নীলিমা, তার মা অনিতা এবং বোন নবম শ্রেণীর ছাত্রী ঈশিতাকে অমানুষিক নির্যাতন করে রক্তাক্ত জখম করে। স্থানীয়রা আহত তিনজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরদিন সকালে আহত নীলিমা ও ঈশিতা বিষয়টি জানাতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাওয়ার পথে পূর্বনির্ধারিত পাত্র অমর সরকার ও তার সহযোগীরা দু’বোনকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় দু’বোনের চিৎকারে স্থানীয়রা অমরকে আটক করে পুলিশে সোপর্দ করেন। উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজী তারিক সালমনের আদালত অমর সরকারকে ছয় মাসের বিনাশ্রম কারাদ-, বাল্যবিয়ে ঠিক করায় নীলিমার বাবা নিপুল করকে ১০ হাজার টাকা জরিমানা এবং বাল্যবিয়েতে বাধ্য করতে শিক্ষার্থীকে মারধর করে মাথা ফাটিয়ে দেয়ায় কাকা বরিশাল সিটি কর্পোরেশনের ড্রাইভার রনি করকে এক বছরের কারাদ-ের আদেশ প্রদান করেন।
×