ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেই কিশোরীর বিয়ে

বাউফলে বরের বাড়ি বৌ-ভাত অনুষ্ঠান পণ্ড

প্রকাশিত: ০৫:৫৬, ৭ মে ২০১৭

বাউফলে বরের বাড়ি বৌ-ভাত অনুষ্ঠান পণ্ড

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৬ মে ॥ বাউফলে চৌদ্দ বছরের সেই কিশোরীর বরের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান প- হয়ে গেছে। বরের বাড়ির সামনে তোরণ, অতিথিদের খানাপিনা করার জন্য নির্মিত প্যান্ডেল ভেঙ্গে নেয়া হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে রাতের সৌন্দর্য বর্ধনের জন্য আনা আলোকসজ্জা। শনিবার দুপুরে বরের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভড়িপাশা গ্রামে এ বৌ-ভাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পার্শ্ববর্তী ধুলিয়া ইউপির চাঁদকাঠি গ্রামের চৌদ্দ বছরের এক কিশোরীর সঙ্গে ভোলা সদর উপজেলার গণপূর্ত বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলীর সঙ্গে বিয়ে ঠিক হয়। সে অনুযায়ী কার্ড দিয়ে বিয়ের আমন্ত্রণ দেয়া হয়। শুক্রবার এক ধুমধাম অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই কিশোরীকে বধূ সাজিয়ে বরের হাতে তুলে দেয়ার কথা থাকলেও কৌশলগত কারণে বিয়ে বাড়িতে বর আসেন নি। এসেছিলেন বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথিরা। তাদের খানাপিনা করানো হয়। কেশবপুর ইউপির চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন লাভলু বলেন, “আমি জনকণ্ঠের মাধ্যমে বাল্য বিয়ের খবর জানতে পেরে বরের বাড়ি গিয়ে বিয়ের তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা অপসারণ করতে বলেছি। আমার এলাকায় কোন কিশোরীকে বধূ হিসেবে মেনে নেয়া হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বরের বাড়িতে আমন্ত্রিত কিছু লোকজন আসলেও তাদের ফিরে যেতে দেখা গেছে। কনের বাড়ি থেকে কোন লোকজন আসেন নি। প্রশাসনের ঝামেলা এড়াতে আপাতত উভয় পরিবার কৌশল অবলম্বন করেছে। বরের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, বর ও কনের আকদ অনুষ্ঠান আগেই সম্পন্ন হওয়ায় অনুকূল পরিবেশ দেখে কনেকে বরের বাড়ি নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, দৈনিক জনকণ্ঠের প্রথম পাতায় শুক্র ও শনিবার যথাক্রমে ‘ইউএনও, ওসি আমন্ত্রিত। আজ বাউফলে ধুমধাম করে বিয়ে হচ্ছে এক কিশোরীর’ এবং ‘বাউফলে নির্বিঘেœ সম্পন্ন সেই কিশোরীর বিয়ের আনুষ্ঠানিকতা’ শিরোনামে দুইটি সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। প্রশাসনের টনক নড়ে।
×