ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহত ১

প্রকাশিত: ০৪:২৭, ৭ মে ২০১৭

প্রতিপক্ষের অস্ত্রের কোপে নিহত ১

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে সরোয়ার শেখ (৪৫) নিহত ও পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকাল সাড়ে আটটায় মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের মধ্যেপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের ভাতিজি মিমি আক্তার বলেন, শনিবার সকালে সেজ চাচা আব্দুর রশিদ শেখ পাশের মিত্রডাঙ্গা গ্রামের প্রতিপক্ষ মামাত ভাই জবান খানের কাছে পাওনা টাকা চাইতে যান। পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। জবান খানের কাছে পাওনা টাকা চেয়ে না পেয়ে আমার চাচা বাড়িতে ফিরে আসেন। এর কিছু পরে জবান খান ৭-৮ জনসহ ধারালো অস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে এসে প্রথমে চাচা রশিদের ওপর হামলা শুরু করে। ওই হামলা ঠেকাতে আসলে তারা সবাইকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। এতে সবাই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেয়ার পথে ছোট চাচা সরোয়ার শেখ মারা যান। অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজীপুরে সোয়েটার ফ্যাক্টরিতে শ্রমিক বিক্ষোভ স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ অনুকূল কর্ম পরিবেশ, পিস রেট, উৎপাদন রেট ও বোনাস বাড়ানোসহ ১৪ দফা দাবিতে শনিবার একটি সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে। জেলার শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী এলাকার ক্রিস্টাল ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামে ওই ফ্যাক্টরির বিক্ষোভকারীদের হামলায় ৮ কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন। স্বামীকে জেল থেকে বের করার আশ্বাসে ধর্ষণ ॥ আটক ২ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ফতুল্লার মাসদাইর এলাকায় স্বামীকে জেল থেকে বের করার আশ্বাস দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে এক তরুণীকে (২৩) গণধর্ষণ করেছে স্বামীর দুই বন্ধু। এ সময় তরুণী বাধা দেয়ায় তাকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে। এ ঘটনায় শনিবার সকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানা মামলা দায়ের করেছে। পুলিশ শনিবার দুপুরে অভিযান চালিয়ে ইমরান হোসেন ও আশেক নামে দুই ধর্ষককে আটত করেছে। জানা গেছে, মাসদাইর বেকারি মোড় এলাকার এক তরুণীর স্বামী একটি মামলায় জেলহাজতে আটক রয়েছে। তরুণী একটি হোসিয়ারি কারখানায় চাকরি করে। একই এলাকার তরুণীর স্বামীর বন্ধু ইমরান হোসেন গত বৃহস্পতিবার রাতে তরুণীকে ফোন করে তার স্বামীকে জেলহাজত থেকে ছাড়িয়ে আনার জন্য সহযোগিতার আশ্বাস দেয় এবং তাকে তার বাড়িতে যেতে বলে। পরে তরুণী তার হোসিয়ারির কাজ শেষে ইমরানের বাসায় গেলে একটি কক্ষে নিয়ে ইমরান হোসেনসহ দু’জনে মিলে ধর্ষণ করে। ইমামের বিরুদ্ধে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৬ মে ॥ সদর উপজেলার বালিয়া ইউনিয়ন সিংগিয়া গ্রামের হাজী এমারেতুল্লাহ জামে মসজিদের ভেতরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ইমাম সাদ্দাম হোসেনের বিচারের দাবিতে শনিবার ভূল্লীবাজারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী। এ সময় বক্তব্য রাখেন বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি, সমাজসেবক সরকার হক প্রমুখ।
×