ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রণদা প্রসাদসহ ৫৯ বাঙালী হত্যা করে পাকিরা

প্রকাশিত: ০৪:২৬, ৭ মে ২০১৭

রণদা প্রসাদসহ ৫৯ বাঙালী হত্যা করে পাকিরা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৬ মে ॥ রবিবার মির্জাপুর গণহত্যা দিবস। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের এইদিনে পাকিস্তানী হানাদার বাহিনী মির্জাপুরে গণহত্যা চালিয়ে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবিসহ ৬৯ নিরীহ বাঙালীকে হত্যা করে। দিনটি উপলক্ষে কুমুদিনী কর্তৃপক্ষ এবং মির্জাপুর গ্রামবাসী শহীদদের স্মরণে নানা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে স্মরণসভা, প্রার্থনা, নামযজ্ঞ ও লীলা কীর্তন এবং প্রসাদ বিতরণ। এদিকে শহীদদের স্মরণে মির্জাপুর গ্রামবাসীর উদ্যোগে শনিবার থেকে রণদা নাটমন্দিরে তিন দিনব্যাপী নামযজ্ঞ ও লীলা কীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে। ২৫ মার্চের কালরাতের পর ৩ এপ্রিল রাজধানীর বাইরে মুক্তিযোদ্ধা ও পাকবাহিনীর মধ্যে প্রথম প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয় মির্জাপুর উপজেলার গোড়ান সাটিয়াচড়ায়। সেই যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনী টার্গেট করে মির্জাপুরকে। একাত্তরের ৭ মে স্থানীয় কুখ্যাত রাজাকার ওদুদ মওলানার পরিকল্পনায় ও সহযোগিতায় শতাধিক পাকসেনা দুটি কনভয়ে কুমুদিনী হাসপাতাল গেটের সামনে নামে। পাকি ক্যাপ্টেন আইয়ুবের নেতৃত্বে পাকসেনারা প্রথমে কুমুদিনী হাসপাতাল ও ভারতেশ্বরী হোমসে প্রবেশ করে সবাইকে জিম্মি করে। পরে তারা লৌহজং নদীর ওপর বাঁশের সাঁকো পার হয়ে মির্জাপুর গ্রামটি ঘিরে ফেলে। প্রথমেই ঘাতকরা ব্যবসায়ী কমল সাহাকে গুলি করে হত্যা করে। এরপরই মির্জাপুর গ্রামের ব্যবসায়ী কৃষ্ণ সাহার ভাই সুবাস সাহা ও পিতা মধুসুদন সাহাকে ঘরের ভেতর গুলি করে হত্যা করে ঘাতকরা। এভাবেই একে একে গ্রামটি থেকে ৩১ নিরীহ বাঙালীকে গুলি করে হত্যা করে পাকসেনারা। এরপর চলে অগ্নিসংযোগ লুটতরাজ। এদিন ছিল শুক্রবার হাটের দিন। পাকবাহিনীর তা-বের খবর শুনে মির্জাপুর হাটটি লোকশূন্য হয়ে পড়ে। পরদিন নিহতদের লাশ আন্ধরা নদীর পাড়ে গণকবর দেয় মির্জাপুর থানার পুলিশ সদস্যরা। কুমুদিনী হাসপাতালের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহাকে মির্জাপুরে না পেয়ে পাকসেনারা ওইদিনই তার নারায়ণগঞ্জের বাসায় হানা দেয়। সেখান থেকে রণদা প্রসাদ সাহা ও তার পুত্র ভবানী প্রসাদ সাহা রবি এবং কর্মচারী গৌরগোপাল সাহাকে ধরে নিয়ে হত্যা করে। পাকসেনারা মির্জাপুরসহ আশপাশের ৭ গ্রামে তা-ব চালিয়ে ৬৯ বাঙালীকে হত্যা করে।
×