ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে চর নিয়ে সংঘর্ষে হত এক, আহত ১৫

প্রকাশিত: ০৪:২৬, ৭ মে ২০১৭

বরিশালে চর নিয়ে সংঘর্ষে হত এক, আহত ১৫

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ হিজলায় উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরআবুপুর গ্রামে চরের খাস জমি দখলকে কেন্দ্র করে বোমা হামলা, ভাংচুর, লুটপাট ও বসত ঘরে অগ্নিসংযোগ করেছে ভূমিদস্যুরা। হামলায় মোসলেম সরদার নিহত ও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। হামলার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে থানায় মামলা দায়ের করা হয়। প্রত্যক্ষদর্শী, আহত ও পুলিশ সূত্রে জানা গেছে, চরআবুপুর মৌজায় জেগে ওঠা চরের ১২শ’ একর জমি সরকারের এক নম্বর খাস খতিয়ানভুক্ত। সরকার সম্প্রতি ওই জমি থেকে ১৮০ ভূমিহীনের মাঝে দেড় একর করে বন্দোবস্ত দেয়ার পর তারা বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছে। সেই জমি পৈত্রিক সম্পত্তি দাবি করে আসছে চরআবুপুর গ্রামের উত্তরপাড়ের মান্নান সিকদারের পুত্র সোহরাব সিকদার ও তার সহযোগীরা। এ নিয়ে দক্ষিণপাড়ের ইউপি সদস্য মজিবর রহমান সরদারের গ্রুপের সাথে সোহরাব গংয়ের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। পুলিশ জানায়, শুক্রবার সকাল নয়টায় সোহরাব সিকদার ও ছালাম মুন্সীর নেতৃত্বে ঢাকা থেকে ভাড়া করাসহ ২/৩ শত সন্ত্রাসী দেশী অস্ত্রে সজ্জিত হয়ে চারটি ট্রলারযোগে চর দখল নিতে আসে। এ সময় প্রতিপক্ষ মজিবর রহমানের সমর্থকরা তাদের প্রতিহত করতে গেলে সংঘর্ষ হয়। একপর্যায়ে সোহরাবের লোকজনে চরআবুপুর গ্রামের মুজিব বাজারে ভূমিহীন শাহ আলম ঢালী, মোসলেম সরদার, চান্দু হাওলাদার, আলী দেওয়ানের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাদের কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখে। ওইসময় সন্ত্রাসীরা বাজারে বোমা ফাঁটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ১৫/২০টি দোকান ভাংচুর করে লুটপাট চালায়। পরে সন্ত্রাসীরা চরআবুপুর গ্রামের ২০টি বাড়িতে ব্যাপক ভাংচুর, লুটপাট এবং কুপিয়ে কয়েকজনকে আহত করে। এ সময় তারা সায়েদ সরদারের পুত্র জাকির সরদারের বাড়িতে অগ্নিসংযোগ করে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত মোসলেম সরদার, চান্দু হাওলাদার, শাহআলম ঢালী, আলীম দেওয়ানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করার পর মোসলেম সরদার (৭০) সন্ধ্যায় মারা যায়।
×