ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরগুনার অপহৃত তরুণী না’গঞ্জে উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ৭ মে ২০১৭

বরগুনার অপহৃত তরুণী না’গঞ্জে উদ্ধার

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বরগুনার আমতলী থেকে অপহৃত তরুণী তানজিলাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উদ্ধার করেছে র‌্যাব-১১। শনিবার ভোরে দেলপাড়ার মাস্টার শাহ আলমের বাসা থেকে তাকে উদ্ধার করে। ১৯ এপ্রিল বিকেল সাড়ে ৪টায় আমতলীর আড় পাঙ্গাশিয়া এলাকা থেকে রাসেল তালুকদার চারটি মোটরসাইকেল যোগে বোন ও ভগ্নিপতিকে অস্ত্রের মুখে জিম্মি করে তানজিলাকে অপহরণ করে। শনিবার দুপুরে র‌্যাব-১১ এর সিপিএসসির কোম্পানি অধিনায়ক মেজর আশিক বিল্লাহ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‌্যাব সদস্যরা শনিবার ভোর সাড়ে ৫টায় দেলপাড়ার মাস্টার শাহ আলমের বাসায় অভিযান চালিয়ে তানজিলাকে উদ্ধার করে। এ সময় আসামিরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সু-কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত তানজিলাকে বরগুনার আমতলী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়। বেলকুচিতে ট্রলির চাকায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ শনিবার সকালে বেলকুচি উপজেলার এনায়েতপুর সড়কের কড়িতলায় বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সঙ্গে অটোভ্যানের ধাক্কায় দুই স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। নিহতরা হলোÑ ক্ষিদ্রমাটিয়া গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদুল (৬) এবং ফারুক হোসেনের মেয়ে তিথি খাতুন (৫)। এরা দুজনই স্থানীয় শাহীন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থী। বেলকুচি থানার ওসি জানান, মুকুন্দগাতী বাজারের শাহীন কিন্ডারগার্টেন স্কুলের ওই দুই শিক্ষার্থী অটোভ্যানযোগে ক্লাস শেষে বাড়ি ফিরছিল। এ সময় কামারপাড়া থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি ট্রলি যাওয়ার পথে মোড় ঘোরার সময় ট্রলিতে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে অটোভ্যানের ধাক্কা লাগে। এতে শিশু দুটি অটোভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়লে ট্রলির চাকায় পিষ্ট হয়ে জাহিদ ঘটনাস্থলেই মারা যায়। তিথিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে সেও মারা যায়। রাজশাহীতে দুই হাজার শিক্ষার্থীকে মেয়র পদক স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও এবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুই হাজার ৪৯ কৃতী শিক্ষার্থীকে মেয়র শিক্ষা পদক ও সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে নগর ভবন গ্রীন প্লাজায় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের পদক ও সংবর্ধনা প্রদান করেন। রাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর রফিকুল ইসলাম, প্রফেসর ড. দীপেন্দ্র নাথ দাস ও ফজলুল হক। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৬ মে ॥ আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার এবতেদায়ী সমাপনী ও জেডিসি পরীক্ষায় ২২ কৃতী শিক্ষার্থীকে শনিবার সংবর্ধনা দেয়া হয়েছে । বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান। বক্তব্য রাখেনÑ উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন, রেজাউল করিম শাহাজাদা আকন, সংবাদকর্মী ভজহরি কু-ু, জসীম উদ্দিন শিকদার প্রমুখ। অনুষ্ঠান শেষে কৃতী ছাত্রছাত্রীদের ক্রেস্ট প্রদান করা হয়েছে। পুষ্টি বিষয়ক সেমিনার ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব’ শীর্ষক একটি আন্তর্জাতিক বৈজ্ঞানিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, শনিবার সকাল ১০ টায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের আয়োজনে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হেকেপের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা এবং ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
×