ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পঞ্চগড়ে বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ ॥ দিশাহারা কৃষক

প্রকাশিত: ০৪:২৪, ৭ মে ২০১৭

পঞ্চগড়ে বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ ॥ দিশাহারা কৃষক

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ গমের পর এবার পঞ্চগড়ের বিস্তীর্ণ এলাকায় বোরো ক্ষেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এ রোগের কারণে ফলন বিপর্যয়ের আশঙ্কায় কৃষকের মাথায় হাত পড়েছে। কৃষি বিভাগের পরামর্শে সংক্রমিত জমিতে কীটনাশক প্রয়োগ করেও কোন ফল হচ্ছে না। এক জায়গায় এ রোগ দেখা দিলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়ছে পুরো জমিসহ পার্শ্ববর্তী জমিতে। এভাবে একরের পর একর জমি ব্লাস্ট রোগে আক্রান্ত হচ্ছে। এতে প্রাথমিকভাবে ক্ষতির মুখে পড়েছেন জেলার পাঁচ উপজেলার কয়েক শতাধিক কৃষক। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) পঞ্চগড় অফিস থেকে সরবরাহ করা বীজ রোপণে বোরো ক্ষেতের এ অবস্থা হয়েছে বলে অভিযোগ কৃষকদের। কৃষি বিভাগ বলছে, বৈরী আবহাওয়া, জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি ও বীজের সমস্যার কারণে এ রোগের আশঙ্কা থাকে। তবে তাদের পরামর্শ ও সহযোগিতায় স্বল্প পরিসরে রোগটি নিয়ন্ত্রণে রয়েছে মর্মে কৃষি বিভাগ দাবি করলেও গোটা জেলায় ব্যাপক হারে রোগটি ছড়িয়ে পড়েছে। পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শামছুল হক বলেন, ‘ব্লাস্ট একটি ছত্রাকজনিত ও বীজবাহিত রোগ। এটি কোন বীজে থাকলে পরবর্তীতে তা জমিতে আসতে পারে। এবার দিনে রোদ আর রাতে ঠা-ার কারণে এবং মাঝে মাঝে মেঘলা আকাশের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে বলে মনে হচ্ছে। যেসব চাষীর বোরো ক্ষেত ব্লাস্ট আক্রান্ত হয়েছে, তাদের আমাদের কৃষি বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করে আসছেন। আদমজী ইপিজেডের কারখানায় শ্রমিক কল্যাণ সমিতির নির্বাচন আদমজী ইপিজেডের যুক্তরাষ্ট্র ও তুরস্কের মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান আর-প্যাক বাংলাদেশ প্যাকেজিং কো. লিমিটেডে শ্রমিক কল্যাণ সমিতির নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে ৪ মে নির্বাচন অনুষ্ঠিত হয়। শ্রমিকরা গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কার্যকরী সদস্য নির্বাচন করে। কোষাধক্ষ পদে নারী শ্রমিক প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে সম্মান জানিয়ে দুই পুরুষ প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করলে তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে ৪২২ শ্রমিকের মধ্যে ৩৯৩ জন ভোট দেন। শ্রমিক কল্যাণ সমিতিসমূহ ট্রেড ইউনিয়নের মতো শ্রমিকদের দাবি আদায় ও সমস্যা সমাধানের লক্ষ্যে যৌথ দর-কষাকষি এজেন্ট (সিবিএ) হিসেবে সক্রিয় ভূমিকা রাখে। -বিজ্ঞপ্তি
×