ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইনটেলের সতর্কতা

প্রকাশিত: ০৪:১৮, ৭ মে ২০১৭

ইনটেলের সতর্কতা

চিপ প্রস্তুতকারী বৃহৎ প্রতিষ্ঠান ইনটেলের প্রসেসর সহজেই হ্যাক করা যায় বলে অভিযোগ রয়েছে। এ সমস্যা সমাধানের উদ্দেশে ইনটেল আগামী সপ্তাহে একটি ডাউনলোডেবল টুল বাজারে ছাড়ছে। টুলটি আসার আগ পর্যন্ত যে কোন সমস্যার জন্য আইটি এ্যাডমিনিস্ট্রেটরদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করার জন্য কোম্পানিটি অনুরোধ করেছে। - টেকনিউজ ভারতের ব্যাংক নির্বাহীর আশা ভারতের বিভিন্ন ব্যাংকে অনাদায়ী ঋণসহ ও অন্যান্য দায়ের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার একটি অধ্যাদেশ জারি করতে চলেছে। এর নাম এনপিএ অধ্যাদেশ। আইসিআইসিআই ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা চান্দা কোচার একে স্বাগত জানিয়েছেন। তিনি মনে করেন, এর ফলে কেন্দ্রীয় ব্যাংক (রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া) রুগ্ন ব্যাংকগুলোকে কড়া নজরদারির মধ্যে আনতে পারবে। সেক্ষেত্রে রুগ্ন আর্থিক প্রতিষ্ঠানগুলো মূলধন কাঠামো পুনর্তফসিলীকরণ করতে বাধ্য হবে। -ইকোনমিক টাইমস
×