ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৌদির কাছে হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৮, ৭ মে ২০১৭

সৌদির কাছে হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করবেন ট্রাম্প

সৌদি আরবের কাছে এক হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন সৌদি আরব সফরে এ সংক্রান্ত কয়েকটি চুক্তি করতে যাচ্ছেন। খবর ইয়াহু নিউজের। সৌদি আরবের সামরিক উপকরণের প্রধান সরবরাহকারী হচ্ছে যুক্তরাষ্ট্র। এফ-১৫ যুদ্ধবিমান থেকে শুরু করে সেনাবাহিনীতে ব্যবহৃত কমান্ড ও কন্ট্রোল সিস্টেমও যুক্তরাষ্ট্র থেকে আসে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা চুক্তির কারণে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছুটা টানপোড়েন চলছিল। ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রথম বিদেশ সফরে চলতি মাসেই সৌদি আরব যাচ্ছেন। দেশটির সঙ্গে নতুন প্রেসিডেন্ট হিসেবে সম্পর্ক ঝালাই করে নেয়াটাই তার উদ্দেশ্য। মার্কিন প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পদস্থ কর্মকর্তা এ কথা জানিয়েছেন। মেয়ের নাম ইভাঙ্কা রাখলেন এক সৌদি নাগরিক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্পের নামের প্রেরণায় নিজের নবজাতক কন্যার নাম ইভাঙ্কা রেখেছেন সৌদি আরবের এক নাগরিক। সৌদি আরবের আরার শহরের নারী ও শিশু হাসপাতালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দফতরে নিজের কন্যার নাম রেজিস্ট্রি করেছেন সালেম আমের সালেম আল আয়াশি আল আনজি নামের ওই ব্যক্তি। তারপর থেকে ওই শিশুকন্যার জন্মসনদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস এ্যাপে সৌদি আরবে ভাইরাল হয়েছে বলে জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। আরব নিউজকে দেয়া এক সাক্ষাতকারে আল আনজি জানিয়েছেন, কন্যার এ নাম কর্তৃপক্ষ অনুমোদন করবে না বলে তার সহকর্মীরা তাকে বলেছিলেন। কিন্তু ইভাঙ্কা নামটির বিষয়ে কোন ধর্মীয় বা নৈতিক বিধিনিষেধ আরবীতে বা সৌদি সংস্কৃতিতে নেই বলে দাবি করেছিলেন তিনি। ইভাঙ্কা নামটি হিব্রু উৎস থেকে এসেছে এবং এর অর্থ ‘সৃষ্টিকর্তা করুণাময়’ বলে আনজিকে জানিয়েছিলেন তার এক সহকর্মী। অপর সহকর্মী এ নামের অর্থ ‘সর্বোচ্চ সৌন্দর্য’ বলে দাবি করেছিলেন। হিমশৈল দিয়ে পানির চাহিদা পূরণ করবে আমিরাত এ্যান্টার্কটিকা থেকে হিমশৈল উপকূলে টেনে এনে সুপেয় পানির চাহিদা পূরণের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। এ্যান্টার্কটিকা থেকে ফুজাইরাহ পূর্ব আমিরাত উপকূলে হিমশৈল টেনে এনে ওই অঞ্চলের জন্য বিশুদ্ধ পানির নতুন উৎসের ব্যবস্থা করার এ অভিনব পরিকল্পনা করেছে পরিবেশ কোম্পানি ‘দ্য ন্যাশনাল এডভাইজর ব্যুরো লিমিটেড’। খবর ইয়াহু নিউজের। এ্যান্টার্কটিকার মূল ভূ-খ-ের উপকূলের প্রায় ৬শ’ মাইলের মধ্যে অবস্থিত হেরাল্ড আইল্যান্ড থেকে আনা হবে বিশালাকার বরফের চাঁই।
×