ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই ॥ খন্দকার মোশাররফ

প্রকাশিত: ০৮:২১, ৬ মে ২০১৭

দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই ॥ খন্দকার মোশাররফ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ মে ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। কতিপয় ব্যক্তি ধর্মীয় বিভেদ তুলে মানুষের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে। কেননা আওয়ামী লীগে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। শুক্রবার বিকেলে ফরিদপুরের শ্রীঅঙ্গনে শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধুসুন্দরের ১৪৭তম আবির্ভাব উৎসব পালন উপলক্ষে মহানাম সম্প্রদায় আয়োজিত এক ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী। খন্দকার মোশাররফ বলেন, ধর্মের নামে দুর্নীতিকে কখনও প্রশ্রয় দেয়া হবে না। যারা দুর্নীতি করে তাদের কোন ধর্ম নেই। খন্দকার মোশাররফ বলেন, দুঃসময়ে জগদ্বন্ধুসুন্দরের অবির্ভাব হয়েছিল। তিনি কোন বিশেষ ধর্মমত প্রচার করেননি। তাঁর ধর্ম ছিল মানবধর্ম। মহানাম সম্প্রদায়ের সভাপতি কান্তি বন্ধু ব্রহ্মচারীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী প্রমুখ। ১৪৭তম আবির্ভাব উৎসব পালন উপলক্ষে শহরের গোয়ালচামট মহল্লার শ্রীঅঙ্গনে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সমাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
×