ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল জলহস্তী শাবক

প্রকাশিত: ০৮:২০, ৬ মে ২০১৭

বঙ্গবন্ধু সাফারি পার্কে জন্ম নিল জলহস্তী শাবক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জলহস্তীর নতুন বংশধর জন্ম নিয়েছে। ২ মে পার্কের জলহস্তীর জলাশয়ের পানিতেই তার জন্ম হয়। এ নিয়ে তাদের পরিবারে সদস্য দাঁড়াল চার-এ। পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মোঃ সারোয়ার হোসেন খান জানান, জন্মলাভের পর পানিতে মায়ের সঙ্গেই সাঁতরে বেড়াচ্ছে। এখনও শাবকটি থাকছে চক্ষুর আড়ালে। পার্ক কর্তৃপক্ষের চেয়ে বাচ্চা নিয়ে তার মা খুবই সজাগ। একটু সময়ের জন্যও যেন বাচ্চাটি চোখের আড়াল না হয় সর্বদা এমন তীক্ষœ দৃষ্টি মায়ের। ওই জলাশয়ের পাশে অপরিচিত কেউ তাদের কাছে যেতে পারছে না। এমন কেউ তাদের দিকে এগোলেই বাচ্চা ফেলে রেখেই তেড়ে আসে মা হস্তী। মা তার বাচ্চাটিকে সবসময় আগলে রাখছে। তাদের সঙ্গে সেখানে বাবা জলহস্তীটিও অবস্থান করছে। তবে বাবাকেও বাচ্চার কাছে বেশি ভিড়তে দিচ্ছে না মা হস্তী। বেশিরভাগ সময়েই বাচ্চাটি পানির নিচ থেকে শুধু মার্বেলের মতো দুটি চোখ বের করে মায়ের কাছে অবস্থান করতে দেখা যায়। বাচ্চাটি মাঝেমধ্যে কিছু সময়ের জন্য পানিতে ভেসে উঠলেও আবার পানিতে ডুব দিয়ে উধাও হয়ে যায়। তবে শিশুটির মায়ের কাছে সবসময় দুধ খাওয়ার বায়না থাকে তার। বাচ্চারা ছয় মাস শুধু মায়ের দুধ পান করে। পরে আস্তে আস্তে ঘাস, লতাপাতা ও দানাদার খাবারে অভ্যস্ত হয়। তবে এক বছর পর্যন্ত মায়ের দুধ ছাড়ে না তারা। রাগলে তাদের শরীর ক্রমাগত ঘামতে থাকে। আর সেই ঘামের রং হলো লাল। দেখলে মনে হবে শরীর দিয়ে যেন রক্ত ঝরছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন জানান, ২০১৫ সালের ২৩ জানুয়ারি এখানে জলহস্তীর এ দম্পতিটি আনা হয় দক্ষিণ আফ্রিকা থেকে।
×