ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিশাল জয়

প্রকাশিত: ০৮:০৩, ৬ মে ২০১৭

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিশাল জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ড সফরে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার রাতে স্বাগতিক সাসেক্স একাদশকে ১৩৪ রানে হারিয়েছে মুশফিকুর রহীমের দল। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ৯ উইকেটে ৩১৪ রান। ৩১৫ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে টাইগার বোলারদের তোপে পড়ে মাত্র ১৮০ রানে অলআউট হয় সাসেক্স। বাংলাদেশের হয়ে মিরাজ ৩টি এবং তাসকিন আহমেদ ও শুভাশীষ রায় নিয়েছেন ২টি করে উইকেট। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যাটসম্যানদের প্রস্তুতি হয়েছে দারুণ। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। শুরুতে ইমরুলের (৯২) দারুণ ব্যাটিংয়ের পর শেষ দিকে মেহেদি হাসান মিরাজের নৈপুণ্যে (৬০) দলের স্কোর তিন শ’ পার হয়। সেঞ্চুরি করার সুযোগ থাকলেও সতীর্থদের ব্যাট করার সুযোগ দিতে অবসরে যান ইমরুল। এছাড়া সাব্বির রহমান ৫২, অধিনায়ক মুশফিকুর রহীম ৪০ রান করেন। ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও শফিউল ইসলাম নিজ দলের বিরুদ্ধে খেলছেন। এর আগে গত সোমবার ডিউক অব নরফোকের বিরুদ্ধেও দারুণ দাপট দেখায় বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহীমের অপরাজিত ১৩৪, সৌম্য সরকারের ৭৩ আর ইমরুল কায়েসের ৪৪ রানের ভর করে ৭ উইকেটে ৩৪৫ রান তোলে বাংলাদেশ। কিন্তু ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সাসেক্সে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে ৭ মে আয়ারল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১২ মে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। সিরিজের অপর দলটি হলো নিউজিল্যান্ড। ১৭ মে কিউইদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে যাবে টাইগাররা।
×