ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দুর্যোগপূর্ণ মৌসুমে নৌ নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশিষ্টজনদের

প্রকাশিত: ০৭:৩৭, ৬ মে ২০১৭

দুর্যোগপূর্ণ মৌসুমে নৌ নিরাপত্তা জোরদারের পরামর্শ বিশিষ্টজনদের

স্টাফ রিপোর্টার ॥ কালবৈশাখীর মতো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে সরকারকে সতর্কতা অবলম্বন ও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন রাজনীতিক ও বিশেষজ্ঞসহ বিশিষ্টজনেরা। শুক্রবার সকালে রাজধানীতে এক আলোচনা সভায় তারা এই পরামর্শ দেন। পুরানা পল্টনের মণি সিংহ সড়কের মুক্তি ভবনে ‘চলমান দুর্যোগ মৌসুম ও বিদ্যমান নৌ পরিবহন ব্যবস্থা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বেসরকারী সংগঠন নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি। এতে সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আশীষ কুমার দে। তিনি যাত্রীভোগান্তি লাঘব ও আসন্ন ঈদ-উল-ফিতরে নিরাপদ নৌ চলাচলের স্বার্থে দশটি জরুরী সুপারিশ উত্থাপন করেন। সুপারিশসমূহের মধ্যে রয়েছেÑ ত্রুটিপূর্ণ, সার্ভেবিহীন ও অনিবন্ধিত লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধে নৌ পরিবহন অধিদফতর ও বিআইডব্লিউটিএর নিয়মিত অভিযান পরিচালনা, চলমান দুর্যোগ মৌসুম বিবেচনায় নিয়ে ও পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে অবৈধ নৌযান চলাচল বন্ধে পহেলা রমজান থেকে গুরুত্বপূর্ণ নৌপথে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু, আইন লঙ্ঘনকারী নৌযান, মালিক, মাস্টার ও ড্রাইভারের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দুর্যোগ মৌসুমে টেলিভিশন ও বেতারে এবং লাউড স্পীকারে সব টার্মিনালে প্রতি ঘণ্টায় আবহাওয়া বার্তা প্রচার, সকল নৌযানকে আবহাওয়া বার্তা মেনে চলাচল করতে বাধ্য করা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দায়িত্ব প্রদান, ঈদে ত্রুটিপূর্ণ ও লক্কড়-ঝক্কড় লঞ্চ চলাচল বন্ধে ইতোমধ্যে মেয়াদোত্তীর্ণ লঞ্চগুলোকে ঈদ-পূর্ববর্তী ১৫ দিনের মধ্যে বার্ষিক সার্ভে সনদ না দেয়া, কোস্টগার্ড ও নৌ পুলিশের পাশাপাশি উপকূলীয় জেলাগুলোর পুলিশ প্রশাসনকে নৌ নিরাপত্তার কাজে সম্পৃক্তকরণ, ঈদের ১৫ দিন আগে সকল টার্মিনাল ও গুরুত্বপূর্ণ লঞ্চঘাটে ক্লোজ সার্কিট টিভি স্থাপনসহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও যাত্রীদের সুবিধার্থে সকল টার্মিনালের শৌচাগারগুলোতে পর্যাপ্ত পানিসহ সেগুলো পরিচ্ছন্ন রাখা এবং ইফতারির জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ড. মীর তারেক আলী বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতাসহ নানা ধরনের অব্যবস্থাপনার কারণে আমাদের অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থা ঝুঁঁকিপূর্ণ। এজন্য কালবৈশাখীর মতো দুর্যোগপূর্ণ মৌসুমে নৌ নিরাপত্তার ওপর সর্বাধিক গুরুত্ব দেয়া দরকার। জাতীয় কমিটির উপদেষ্টাম-লীর সদস্য হাজী মোহাম্মদ শহীদ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, সিটিজেন্স রাইট্স মুভমেন্টের মহাসচিব তুসার রেহমান, যাত্রী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্য সচিব আমিনুর রসুল বাবুল, জাতীয় কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জিব বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জসি সিকদার।
×