ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইঁদুরের ঘাড়ে মদ খাওয়ার দোষ

প্রকাশিত: ০৫:৪৬, ৬ মে ২০১৭

ইঁদুরের ঘাড়ে মদ খাওয়ার দোষ

ভারতের বিহার রাজ্য পুলিশের কর্মকর্তারা বলেছেন, তাদের জব্দ করা ৯ লাখ লিটার মদ সাবাড় করে দিয়েছে ইঁদুর। রাজ্য পুলিশের কথা যদি সত্য হয় তাহলে ওই রাজ্যের মূষিক, মানে ইঁদুরদের এখন আর সুস্থ ও চলাফেরার ক্ষমতা থাকার কথা নয়। গত এক বছরে ইঁদুরগুলো প্রায় ৯ লাখ লিটার মদ খেয়ে সাবাড় করে। বিহারে গত বছরের এপ্রিল থেকে মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর সারা রাজ্যে তল্লাশি চালিয়ে বেআইনী মদের বোতল বাজেয়াফত হওয়ার পর সেগুলো বিভিন্ন থানার মালখানায় রাখা হয়। এসব মদের মধ্যে প্রচুর বিদেশী ব্র্যান্ডের মদও ছিল। পাটনা শহরের প্রধান পুলিশ কর্তকর্তা মনু মহারাজ বলেন, বাজেয়াফত হওয়া ওই সব মদের বোতলের হিসাব চাইতেই থানাপ্রধানরা জানিয়েছেন, বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়ে নিয়েছে ইঁদুরের দল। আর কিছু বোতল ভেঙ্গে গেছে। তবে বিভিন্ন থানার দায়িত্ব¡প্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেয়া এ তথ্য অবিশ্বাস্য লেগেছে শীর্ষ কর্মকর্তাদের। যদিও সংবাদমাধ্যমের সামনে ওই সন্দেহটা প্রকট করেননি তারা। তবে বাজেয়াফত হওয়া ওই বিপুল পরিমাণ মদের বোতল কালোবাজারে চলে গেছে, নাকি সত্যিই ইঁদুরে খেয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। মনু মহারাজ আরও বলেন, বৃহস্পতিবার একটি পুলিশ ব্যারাকে পরিদর্শন করতে গিয়ে তিনিই দুই পুলিশ সদস্যকে মদ্যপ অবস্থায় পান। -দ্যা হিন্দু ও বিবিসি অবলম্বনে।
×