ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নরম তন্তুর রেটিনা আবিষ্কার

প্রকাশিত: ০৫:৪১, ৬ মে ২০১৭

নরম তন্তুর রেটিনা আবিষ্কার

এত দিন অপেক্ষাকৃত শক্ত ও অনমনীয় উপকরণ দিয়ে চোখের রেটিনা তৈরি করা হত। এবার প্রথমবারের মতো ২৪ বছর বয়সী এক অক্সফোর্ডপড়ুয়া কৃত্রিম নরম তন্তু দিয়ে রেটিনা তৈরি করে সাড়া ফেলেছেন। অক্সফোর্ডের রসায়ন বিভাগের শিক্ষার্থী ভ্যানেসা রেস্ট্রেপো শিল্ড বিশ্ববিদ্যালয়ের নিজস্ব গবেষণাগারে এ রেটিনা আবিষ্কার করেন। চোখের পেছনে এ রেটিনা বসিয়ে দিলে এটি আলোকে বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত করে মস্তিষ্কে প্রেরণ করতে সক্ষম। মানুষ এ প্রক্রিয়াতেই দেখে থাকে। এ নতুন কৃত্রিম রেটিনা চিকিৎসকরা দৃষ্টি শক্তিহীন লোকদের চিকিৎসায় অত্যন্ত সহজে ব্যবহার করতে পারবেন। কারণ দৃষ্টিশক্তি ফেরাতে এ রেটিনা অত্যন্ত কার্যকরি। হাইড্রোজেল ও শরীরের কোষের আমিষের সমন্বয়ে তৈরি এ রেটিনা চোখে বসালে এটি ছবি তোলা ক্যামেরার ইমেজ সেন্সরের মতো কাজ করে। ভ্যানেসা রেস্ট্রেপো শিল্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের চোখের প্রকৃত রেটিনা যেভাবে বৈদ্যুতিক সংকেত তৈরি করা ও নিউরনকে উদ্দীপ্ত করেÑ এটিও একই কাজ করতে পারে। তিনি বলেন, নতুন এ রেটিনা প্রাকৃতিক ও জীবাণুবিয়োজ্য উপাদান দিয়ে তৈরি। এ রেটিনা অপেক্ষাকৃত কম সংক্রমিত হবে ও এটি চোখে স্থাপন করলে কোনও শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে না। তবে এটির ব্যাপক ব্যবহার নিয়ে আরও গবেষণা দরকার বলে জানিয়েছেন ভ্যানেসা রেস্ট্রেপো শিল্ড। এ সংক্রান্ত গবেষণা সম্প্রতি জার্নাল সায়েন্টিফিক রিপোর্টাস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সায়েন্স জার্নাল অবলম্বনে।
×