ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির ভিশন ২০৩০ নিয়ে খালেদার সংবাদ সম্মেলন ১০ মে

প্রকাশিত: ০৫:৪০, ৬ মে ২০১৭

বিএনপির ভিশন ২০৩০ নিয়ে খালেদার সংবাদ সম্মেলন ১০ মে

স্টাফ রিপোর্টার ॥ ১০ মে বিএনপির ভিশন ২০৩০ নিয়ে সংবাদ সম্মেলন করবেন দলের চেয়ারপার্সন খালেদা জিয়া। এতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করার বিষয়ে বিএনপির প্রস্তাব থাকবে। শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রীর ছায়েরা হোসেনকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, ২০১৯ সালের নির্বাচনের পর আমরা সরকার পরিচালনার দায়িত্বে পেলে কি কি করব এবং ২০৩০ সাল নাগাদ বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাই ভিশন ২০৩০ এ তার একটি রূপরেখা থাকবে। ২০৩০ সালে আমরা দেশকে কেমন দেখতে চাই, সেই স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই সেই বিষয়গুলো এখানে তুলে ধরার চেষ্টা করা হবে। এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, গতবছর আমাদের জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বক্তব্যে ‘ভিশন ২০৩০’ এর রূপরেখা দেয়া হয়েছিল। তবে সেটা ছিল আউটলাইন। এখন পূর্ণাঙ্গ রূপরেখা দেয়া হবে। এটার সঙ্গে নির্বাচনী ইশতেহার বা নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোন সম্পর্ক নেই। বিএনপি মহাসচিব বলেন, হাওড় অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেয়া হচ্ছে না। আমি হাওড় অঞ্চলে গিয়ে দেখেছি যে পরিমাণ ত্রাণ দেয়া হচ্ছেÑ তাতে জনগণের চাহিদার কিছুই হচ্ছে না। সেখানের মানুষ আহাজারি করছে। তারা বলছে তাদের বছর কিভাবে চলবে। সরকারের উচিত হাওড় অঞ্চলকে দুর্যোগপূর্ণ অঞ্চল ঘোষণা করা। উল্লেখ্য, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ৭৫ বছর বয়সী সাহেরা হোসেনকে সোমবার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিএনপি মহাসচিব হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেন এবং সাহেরা হোসেনের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবুল, খোন্দকার আখতার হামিদ ডাবলু ও মেয়ে দেলোয়ারা হোসেন পান্নার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ। প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করে খালেদা জিয়া ভাল করেছেনÑ গয়েশ্বর ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে দেখা না করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ভাল করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক সাংসদ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গয়েশ্বর রায় বলেন, প্রণব মুখার্জি যখন বাংলাদেশ সফরে এসেছিলেন তখন আমার নেত্রী খালেদা জিয়া উনার সঙ্গে সাক্ষাত করেননি। কেন নেত্রী সাক্ষাত করলেন না সে কারণে আমারও কিছুটা মন খারাপ হয়। তবে আমার নেত্রী খালেদা জিয়া দেখা না করে ভাল করেছেন। আয়োজক সংগঠনের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য রাখেনÑ বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনা, বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমুখ। স্মরণসভায় শামসুজ্জামান দুদু বলেন, অল্প দিনের মধ্যেই বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে। ক্ষমতায় এসেই বিএনপি আওয়ামী দুঃশাসনে গুম ও খনু হওয়া নেতাকর্মীদের এবং নাসির উদ্দীন পিন্টুর মৃত্যুর হিসাব চাইবে। হিসাব চাইবে গুম হওয়া ইলিয়াস আলী, চৌধুরী আলম কোথায়? আওয়ামী লীগ নেতাদের আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। দলীয় নেতাকর্মীদের প্রতি দুদু বলেন, আসুন আরেকবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনে অংশ নিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করে সব অন্যায় ও দুঃশাসনের বিচার করি।
×