ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন ॥ সাজেদা

প্রকাশিত: ০৫:৩৯, ৬ মে ২০১৭

উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন ॥ সাজেদা

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ মে ॥ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, দেশে আজ মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদের প্রকোপ দেখা দিয়েছে। দেশের তরুণরা বিভ্রান্ত হয়ে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদে যুক্ত হয়ে পড়েছে। এ বিপদ থেকে তরুণদের রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। সাজেদা চৌধুরী দেশের উন্নয়নের ধারাকে বজায় রাখার জন্য আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে ইতোমধ্যে এ সত্য প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারে থাকলে দেশের উন্নয়ন হয়, দেশ স্বনির্ভর হয় এবং অন্য দল ক্ষমতায় থাকলে দেশ মর্যাদা হারায় এবং পরনির্ভরশীল হয়ে পড়ে। ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাজেদা চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। টুর্নামেন্টে ফুলসুতী দিশারী সমাজকল্যাণ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিশারী ক্লাব ২-০ গোলে মাগুরা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় দুটি জয়সূচক গোলই প্রথমার্ধে হয়। বিজয়ী দলের সৈকত ওরফে টাইগার ১২ মিনিটে এবং মোহসিন ২৫ মিনিটে জয়সূচক গোল দুটি করেন। জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। বিজয়ী দলকে ট্রফির সাথে ৭৫ হাজার টাকা ও রানার আপ দলকে ৫০ হাজার টাকা দেয়া হয়। কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু, সদরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন। প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি থেকে এ টুর্নামেন্ট শুরু হয়। টুর্নামেন্ট মোট ১২টি দল অংশগ্রহণ করে।
×