ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আশাবাদী বিডার নির্বাহী চেয়ারম্যান

বিনিয়োগ পরিবেশে শীঘ্রই বড় পরিবর্তন আসবে

প্রকাশিত: ০৫:৩৬, ৬ মে ২০১৭

বিনিয়োগ পরিবেশে শীঘ্রই বড় পরিবর্তন আসবে

বিডিনিউজ ॥ বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টার পাশাপাশি অভ্যন্তরীণ বিনিয়োগে গতি আনতে বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে এ প্রতিষ্ঠানের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেছেন, শীঘ্রই একটি বড় পরিবর্তন আসবে বলে তিনি আশা করছেন। মালয়েশিয়ার মে ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্ট এশিয়া ২০১৭’ শীর্ষক দুইদিনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন কাজী আমিনুল। সম্মেলনের প্রথমদিন বৃহস্পতিবার বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ও বিশ্ব ব্যাংকের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক কাজী আমিনুল। বিভিন্ন সেশনে অংশ নেয়ার ফাঁকে তিনি বিডিনিউজের সঙ্গে কথা বলেছেন বিনিয়োগ পরিস্থিতি, পুঁজিবাজারের সম্ভাবনা, রানা প্লাজা পরবর্তী বাংলাদেশের পোশাক খাত, বিডার বিভিন্ন কার্যক্রম এবং বিনিয়োগকারীদের আগ্রহ নিয়ে। কাজী আমিনুল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে একটি উদার বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে, যা কিছু ক্ষেত্রে থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়ার চেয়েও উৎসাহব্যাঞ্জক। বাংলাদেশকে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে সরকার। সেই সঙ্গে স্থানীয় বিনিয়োগে গতি আনতে বিডা ‘ইনভেস্টমেন্ট প্রমোশনের’ বিষয়টি কেবল ঢাকা চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ না রেখে সারাদেশে ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে বাংলাদেশে একটি বড় পরিবর্তন দেখা যাবে। ইতোমধ্যে এটার লক্ষণ দেখা দিয়েছে।’ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, পণ্য পর্যায়ে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা যতটা গভীর, বিনিয়োগ ও অর্থায়নের ক্ষেত্রে ততটা নয়। বিদেশী বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে সরাসরি অংশগ্রহণ করতে পারেন এবং তহবিল যোগাতে পারেন- সেই বার্তা তাদের জানানো হচ্ছে। বাংলাদেশের পুঁজিবাজারকে এখন অনেক বেশি ‘নিরাপদ ও সুশৃঙ্খল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, পুঁজিবাজারে আসার জন্যও বিদেশী বিনিয়োগকারীদের উৎসাহিত করা হচ্ছে। নাসডাক, ডাও জোন্সের মতো বিদেশী অপারেটরদের বাংলাদেশের পুঁজিবাজারে যুক্ত করা যায় কিনা, সে বিষয়েও আলোচনা হচ্ছে। ‘এটা শুধু টাকার বিষয় নয়, বিদেশী বিনিয়োগের সঙ্গে তাদের যে নলেজ আছে, এক্সপার্টিজ আছে, গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস আছে, সেগুলো বাংলাদেশে যাওয়া প্রয়োজন। শুধু স্থানীয় অর্গানাইজেশনের পক্ষে ফিনালসিয়াল সেক্টরকে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব না। সেজন্য আমরা এই ক্ষেত্রেও বিদেশী বিনিয়োগ উৎসাহিত করছি। এখানে অনেকের সঙ্গে কথা হয়েছে, আমি বলেছি- তোমরা বাংলাদেশে আস।’ কাজী আমিনুল বলেন, বিনিয়োগ পরিস্থিতির উন্নয়নের জন্য বাংলাদেশে ওয়ানস্টপ সার্ভিস চালুর বিষয়ে আইন হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এ সেবা চালু করা গেলে সেবা নিতে কাউকে আর কোন দফতরে যেতে হবে না। যে কোন জায়গায় বসে যে কোন বিনিয়োগকারী এ সুবিধা নিতে পারবে। ‘আশা করা যায় তা বিশ্বমানের হবে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বমানের বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচিতি পাবে।’ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স ও শ্রীলঙ্কার বিভিন্ন ব্যাংক ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সরকারী কর্মকর্তারা লন্ডনের মে ফেয়ার হোটেলে এই সম্মেলনে অংশ নিচ্ছেন।
×