ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদ্রিদেই বাউচার্ডের মুখোমুখি শারাপোভা!

প্রকাশিত: ০৪:২৮, ৬ মে ২০১৭

মাদ্রিদেই বাউচার্ডের মুখোমুখি শারাপোভা!

স্পোর্টস রিপোর্টার ॥ দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। প্রিয় কোর্টে ফিরেই নিজেকে দারুণভাবে মেলে ধরেন তিনি। তবে স্টুটগার্ট ওপেনের সেমিফাইনালেই থেমে যেতে হয় বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকাকে। শারাপোভার নতুন লক্ষ্য মাদ্রিদ ওপেন। তবে চলতি সপ্তাহেই শুরু হওয়া স্পেনের রাজধানীর এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডেই ইউজেনি বাউচার্ড অথবা এ্যালিজ কোর্নেটের মুখোমুখি হতে পারেন শারাপোভা। মজার ব্যাপার হলো রাশিয়ান টেনিস তারকার ফেরা নিয়ে এই দু’জনেই কড়া সমালোচনা করেছিলেন। বিশেষ করে ইউজেনি বাউচার্ডের মন্তব্য তো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় তুলেছিল। কারণ কানাডার এই টেনিস তারকা মারিয়া শারাপোভাকে ‘প্রতারক’ বলে অভিহিত করেন। শুধু তাই নয়, টেনিস থেকে আজীবনের নিষেধাজ্ঞার দাবিও তোলেন তিনি। ২৩ বছর বয়সী বাউচার্ড ২০১৪ সালে প্রথমবারের মতো টেনিস কোর্টে আলোচনায় উঠে এসেছিলেন। প্রথম কানাডিয়ান খেলোয়াড় হিসেবে সে বছরই উইম্বলডনের ফাইনালে জায়গা করে নিয়েছিলেন তিনি। তার আগে অস্ট্রেলিয়ান ওপেন এবং ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিলেন বাউচার্ড। শুধু তাই নয়, টেনিস কোর্টে দুর্দান্ত পারফর্মেন্সের পাশাপাশি রূপ-সৌন্দর্য গুণে ভক্ত-অনুরাগীদের হৃদয়েও আলাদা করে জায়গা করে নেন তিনি। কিন্তু পারফর্মেন্সের সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারেননি এই কানাডিয়ান। টেনিস কোর্টে এতোটাই বাজে পারফর্মেন্স করেন যে, ২০১৫ সালের ইউএস ওপেনের পর আর কোন মেজর টুর্নামেন্টের শেষ চারের বাধাই পার হতে পারেননি তিনি। কিন্তু সেই বাউচার্ডই সম্প্রতি শারাপোভার সমালোচনা করে আলোচনায় উঠে আসেন। শুধু বাউচার্ড যে একা তা নয়, নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরা শারাপোভার সমালোচনা করেছেন আরও অনেকেই। ফরাসী তারকা এ্যালিজ কোর্নেটও তাদের একজন। আর মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ হিসেবে পেতে পারেন এ্যাঞ্জেলিক কারবারকে। জার্মানির এই টেনিস তারকাও শারাপোভার সমালোচনা করতে বিরত থাকেননি। তবে এসব সমালোচনাকে তোয়াক্কা না করেই রাশিয়ান তারকা ছুটছেন আপন গতিতে। চোখে-মুখে তার স্বপ্ন এখন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলার যোগ্যতা অর্জন করার। এ মাসের শেষের দিকেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফরাসী ওপেন। প্যারিসের এই টুর্নামেন্টে খেলতে পারবেন কি না তা নিয়ে এখনও সংশয়ের ভেলায় ভাসছেন মাশা। আর উইম্বলডনে ওয়াইল্ড কার্ড ছাড়া খেলতে হলে শারাপোভাকে কাটতে হবে মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট। পারবেন কী পাঁচটি গ্র্যান্ডসøামের মালিক? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×