ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেল হতে পারে নেইমারের

প্রকাশিত: ০৪:২৮, ৬ মে ২০১৭

জেল হতে পারে নেইমারের

স্পোর্টস রিপোর্টার ॥ সহসাই ঝামেলা থেকে মুক্তি পাচ্ছেন না নেইমার। ২০১৩ সালে ব্রাজিলিয়ান তারকাকে সান্টোস থেকে বার্সায় এনে ফেঁসে গেছেন ক্লাবটির কর্মকর্তারা। নেইমারকে কেমন পারিশ্রমিকে এনেছে কাতালান ক্লাবটি সেই বিষয়টি নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। বিষয়টি নিয়ে মামলা চলছে। এরই মাঝে দুঃসংবাদ শুনতে হয়েছে বার্সিলোনা সভাপতি ও নেইমারকে। নেইমারকে নিয়ে সান্টোসের দায়েরকৃত মামলায় স্পেনের জাতীয় আদালতে হাজির হতে বলা হয়েছে ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউকে। নেইমার ও বার্সিলোনা কর্তৃপক্ষ অবশ্য শুরু থেকেই কোনরকম কর ফাঁকি দেয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। কিন্তু স্পেনের রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা গত নবেম্বরে সান্টোস থেকে বার্সিলোনায় যোগ দেয়ার সময় দুর্নীতি করার অভিযোগে নেইমারের দুই বছরের কারাদ- চেয়ে আবেদন করে। এছাড়া বার্সিলোনার সাবেক সভাপতি সান্ড্রো রোসেলের পাঁচ বছরের কারাদ- ও কাতালান ক্লাবটিকে ৮৪ লাখ ইউরো জরিমানার শাস্তি চায়। পরে নেইমার, তার অভিভাবক ও বার্সিলোনা তাদের বিরুদ্ধে মামলা চালানোর বিরুদ্ধে আপীল করে। গত ফেব্রুয়ারিতে হাইকোর্ট সেই আপীল খারিজ করে দেয়। গত সপ্তাহে খারিজ হয় বার্টোমেউয়ের আপীলও। এরপর বৃহস্পতিবার আদালত মামলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। অবশ্য দোষী প্রমাণিত হলেও নেইমারকে হয়তো জেলে হবে না। স্পেনের আইন অনুযায়ী সহিংস অপরাধ না করলে সাধারণত দুই বছরের নীচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। তবে দুই বছরের বেশি সাজা হলে জেলও হতে পারে নেইমারের। নেইমারের দুই বছরের কারাদ- ছাড়াও প্রায় ১০ লাখ ইউরো জরিমানা চেয়েছে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। নেইমার ও অন্যরা তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। ২০১৩ সালে সান্টোস থেকে নেইমারকে কিনতে ৫ কোটি ৭১ লাখ ইউরো খরচ হওয়ার কথা প্রথমে জানিয়েছিলেন বার্সিলোনার তখনকার সভাপতি রোসেল। কিন্তু পরে ক্লাব স্বীকার করে যে, খেলোয়াড় ও তার বাবার সঙ্গে অন্যান্য চুক্তির কারণে ট্রান্সফার ফি বেড়ে ১০ কোটি ইউরোর কাছাকাছি হয়ে যায়। নেইমার আর বার্সার বিরুদ্ধে অভিযোগ আনে ব্রাজিলের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ডিআইএস। যাদের কাছে নেইমারের ক্রীড়া স্বত্বের ৪০ শতাংশ ছিল। নেইমারের বার্সিলোনায় যোগ দেয়ার মূল ট্রান্সফার ফি গোপন করায় তাদের ঠকানো হয়েছে বলে দাবি করে প্রতিষ্ঠানটি। এদিকে বেয়ার্ন মিউনিখ আবারও চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিতবে বলে মনে করেন দলটির সাবেক মিডফিল্ডার বাস্টিয়েন শোয়েনস্টেইগার। এজন্য দলে বড় ধরনের পরিবর্তনের দরকার আছে বলে মনে করেন না তিনি। তবে নিজের সাবেক ক্লাবটির জার্সিতে ব্রাজিল ফরোয়ার্ড নেইমারকে দেখার ইচ্ছা এই মিডফিল্ডারের। এ প্রসঙ্গে শোয়েনস্টেইগার বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাস করেন কোন ধরনের খেলোয়াড় আমি বেয়ার্ন মিউনিখের জার্সিতে দেখতে চাই। তখন সম্ভবত বলব, আমি নেইমারকে দেখতে চাই। কিন্তু আমি জানি না, সে আসতে চাইবে কি-না। তিনি আরও বলেন, আমার কাছে বেয়ার্ন মিউনিখ এই মুহূর্তে বিশ্বের সেরা তিন ক্লাবের একটি। চ্যাম্পিয়ন্স লীগ অথবা জার্মান কাপে হেরে যাওয়াটা সহজ নয়। আমি জানি, এটা কেমন লাগে। কিন্তু এখনও বেয়ার্ন বড় একটা ক্লাব এবং আমার দৃষ্টিতে তাদের কোন পরিবর্তন প্রক্রিয়ার দরকার নেই। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ২০১৩ সালে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লীগ জেতা বেয়ার্ন দলের অন্যতম সদস্য ছিলেন শোয়েনস্টেইগার। ২০১৫ সালে মিউনিখ ছেড়ে নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। চলতি বছরই ওল্ডট্র্যাফোর্ড ছেড়ে নাম লিখিয়েছেন মেজর লীগ সকারের দল শিকাগো ফায়ারে।
×