ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এই গ্রহেরই মানুষ রোনাল্ডো

প্রকাশিত: ০৪:২৮, ৬ মে ২০১৭

এই গ্রহেরই মানুষ রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ সময় এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে একাই টানছেন রিয়াল মাদ্রিদকে। গত সপ্তাহেই নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন তিনি। সেইসঙ্গে নতুন এক রেকর্ডও গড়েন সি আর সেভেন। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক গড়ার অবিস্মরণীয় রেকর্ড গড়েন তিনি। এরপর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন রোনাল্ডো। কেউ কেউ আবার ভিন্ন গ্রহের মানুষ হিসেবে আখ্যায়িত করছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টারকে। এমন প্রশংসা পেয়ে মুগ্ধ রোনাল্ডো নিজেও। তবে নিজেকে এই গ্রহের মানুষ হিসেবেই মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে রোনাল্ডো বলেন, ‘সত্যি কথা বলতে এই অনুভূতিটা খুবই ভাল লাগার। স্প্যানিশ লা লিগার শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য এবং চ্যাম্পিয়ন্স লীগের জন্য নিজেকে প্রস্তুত করছি। তবে অসাধারণ পারফর্মেন্স উপহার দেয়ার পেছনে আমার দলেরও ভূমিকা আছে। একটা কথা আমি সবসময়ই বলি, কঠোর পরিশ্রম ত্যাগ-তিতিক্ষার পরই স্বপ্ন সত্যি হয়। এক্ষেত্রে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান বলেই মনে করি। তবে আমি এই গ্রহেরই একজন মানুষ।’ এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিকের সৌজন্যেই রোনাল্ডোর গোলসংখ্যা এখন ৩৯৯। প্রথম ফুটবলার হিসেবে রিয়ালের জার্সিতে ৪০০ গোলের মাইলফলকের হাতছানি তার। তবে মাদ্রিদ অবশ্য ইতোমধ্যেই রোনাল্ডোর নামের পাশে ৪০০ গোল যোগ করে দিয়ে ফেলেছে। তাই তো চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের প্রথম লেগের পরই রোনাল্ডো বলেন, ‘৪০০ গোলের সংখ্যাটা আসলেই অনেক। এটা এমন কিছু যা আমি কখনই প্রত্যাশা করিনি। তবে এটা দলীয় প্রচেষ্টারই ফসল। আমার কঠোর অনুশীলন এবং সতীর্থদের সহযোগিতা ছাড়া তা কখনই সম্ভব হতো না। সমর্থকরাও আমাদের সবসময় সমর্থন দিয়ে যাচ্ছেন যা সবসময়ই মোটিভেট করে।’ এদিকে মাঠ ছাড়িয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার কাঁপাচ্ছেন সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ইন্সটাগ্রামও। ক্রীড়াজগতের প্রথম খেলোয়াড় হিসেবে ইন্সটাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ারের মালিকও এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঠের লড়াইয়ে হরহামেশাই দেখা যায় মেসি-রোনাল্ডোর তুলনা। তবে এখানে রোনাল্ডোর আশেপাশেই নেই কেউ। সি আর সেভেনের পর দ্বিতীয় স্থানে রয়েছেন বার্সিলোনার ব্রাজিলিয়ান তারকা নেইমার। তাও আবার ৭৪ মিলিয়ন ফলোয়ার নিয়ে। তাহলে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির অবস্থান কোথায়? ৭১ মিলিয়ন ফলোয়ার নিয়ে ইন্সটাগ্রামের তৃতীয় পুরুষ খেলোয়াড় লিওনেল মেসি। ইন্সটাগ্রামের সক্রিয় সদস্য রোনাল্ডো। মাঠ, মাঠের বাইরের কিংবা জিমে ওয়ার্ক-আউটের চিত্র নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সামনে তুলে ধরেন তিনি। মডেলিংয়ের কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, স্পন্সর প্রতিষ্ঠানের কার্যক্রম এমনকি নিজের পছন্দের গাড়ির আপডেটও দিয়ে থাকেন এই ইন্সটাগ্রামে। শুধু কী তাই? জুনিয়র রোনাল্ডোর সঙ্গেও যে তার দারুণ সখ্যতা সি আর সেভেন তাও সমর্থকদের জানান দেন এই ইন্সটাগ্রামের সৌজন্যেই। যে কারণেই সামাজিক যোগাযোগের মাধ্যমে রোনাল্ডোকে নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহলটা একটু বেশিই। তবে দল হিসেবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রিয়াল মাদ্রিদের অবস্থান কিন্তু দুইয়ে। শীর্ষে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনাই। মেসি-নেইমারদের ক্লাবের ফলোয়ার ৫০ মিলিয়ন। আর রামোস-রোনাল্ডোদের ফলোয়ার সংখ্যা ৪৯ মিলিয়ন। জিদানের অধীনে গত বছরটা দারুণ কেটেছে রিয়ালের। চ্যাম্পিয়ন্স লীগ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল। এবারও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগসহ লা লিগার শিরোপা জয়ের হাতছানি তাদের সামনে। যার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন রোনালল্ডোই। গত বছরের ডিসেম্বরেই যিনি ক্লাবের সঙ্গে নতুন করে পাঁচ বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন রোনাল্ডো। এর ফলে আগামী ২০২১ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন সি আর সেভেন।
×