ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত

প্রকাশিত: ০৪:২৭, ৬ মে ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দ্বন্দ্বের শেষ কোথায়? সেই প্রশ্ন থাকছেই, তবে বিসিসিআইকে শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণার নির্দেশ দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট নিয়োজিত পর্যবেক্ষক কমিটি (সিওএ)। ওই কমিটি এক লিখিত চিঠির মাধ্যমে বিসিসিআইর অন্তর্বর্তী প্রধান অমিতাভ চৌধুরীকে জানিয়েছে, ‘২৫ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দেয়ার কথা ছিল, অথচ সেটি এখনও বাছাই করা হয়নি। শীঘ্রই যেন দল ঘেষণা করা হয়। কারণ এর সঙ্গে ভারতের আন্তর্জাতিক ভাবমূর্তি জড়িত।’ এরপরই বিবৃতি দিয়ে অমিতাভ চৌধুরী বলেছেন, রবিবার বিসিসিআইর বিশেষ সাধারণ সভাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হবে। যার অর্থ ক্রিকেট বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিকে নিয়েই আসন্ন আট জাতির ওয়ানডে শ্রেষ্ঠত্বের লড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংল্যান্ডের মাটিতে ১ জুন শুরু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম আসর। ভারতীয় সুপ্রীম কোর্ট কর্তৃক নিযুক্ত কমিটি (সিওএ) অমিতাভ চৌধুরীকে লেখা চিঠিতে আরও উল্লেখ করে, ‘বোর্ডকর্তাদের এটা মাথায় রাখা উচিত, ভারত এই মুহূর্তে বিশ্বের সেরা দল। সুতরাং তাদের আইসিসির কোন টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর অর্থ হয় না।’ সেখানে আরও বলা হয়, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার জন্য ভারত সবরকম ব্যবস্থা করবে। অবশ্যই তারা শীঘ্রই দল ঘোষণা করবে। এর সঙ্গে খেলোয়াড়দের স্বার্থ জড়িত। তাদের শারীরিক ও মানসিক প্রস্তুতির ব্যাপার রয়েছে।’ ইংল্যান্ড বা চ্যাম্পিয়ন্স ট্রফির সঙ্গে ভারতের দ্বন্দ্ব নেই। মূল সমস্যাটা আইসিসির সঙ্গে। ‘তিন মোড়ল’ ধারণা বিলুপ্ত করে দেয়ার পর শশাঙ্ক মনোহরের অধীনে আইসিসির নতুন আর্থিক (রাজস্ব) বণ্টনের হিসেবে ভারতের পাওয়ার কথা ২৯৩ মিলিয়ন মার্কিন ডলার। বিসিসিআই কিছুতেই সেটি মেনে না নেয়ায় আইসিসি আরও বাড়তি ১০০ মিলিয়ন দিতে চেয়েছিল, সবমিলিয়ে অঙ্কটা প্রায় ৪০০ মিলিয়ন ডলারের। এটিকেও কম মনে করছে ভারত। দ্বন্দ্বটা মূলত সেই কারণেই। বিসিসিআইর বক্তব্য, বিশ্ব ক্রিকেটে আয়ের শতকরা ৭০ শতাংশই তাদের দেশ থেকে আসে। তাই বেশিটা তাদের প্রাপ্য। আইসিসিকে চাপে রাখতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা থেকে বিরত থাকে ভারত। ভারত যদি আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করে তবে তারা বিশ্বকাপের মতো সেরা আসরগুলোতে খেলার সুযোগ হারাবে বলে মনে করেন খোদ দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) অন্তর্বর্তী প্রধান বিনোদ রাই। তাই ডাইরেক্ট এ্যাকশনে যেতে উদগ্রীব সবসদস্যদের এ বিষয়ে বোঝানোর চেষ্টা করেন তিনি। ওই সদস্যদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত অনুরাগ ঠাকুর এবং এন শ্রীনিবাসনের মতো রাঘব বোয়লও। ডেডলাইন শেষ হলেও এ কারণে ভারত এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেনি। রবিবার বিসিসিআইর বিশেষ সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভারত তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বই সেদিকে তাকিয়ে। কোর্টের চিঠির পর সমস্যাটার হয়তো আপাতত একটা সুরাহা হচ্ছে। তবে আইসিসি-বিসিসিআই দ্বন্দ্বের ভবিষ্যত নিয়ে প্রশ্নটা কিন্তু থাকছেই।
×