ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পন্থের ব্যাটিংয়ে মুগ্ধ শচীন

প্রকাশিত: ০৪:২৭, ৬ মে ২০১৭

পন্থের ব্যাটিংয়ে মুগ্ধ শচীন

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বৃহস্পতিবার রাতে গুজরাট লায়ন্সের ছুড়ে দেয়া ২০৮ রানের পাহাড় টপকে ৭ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে দিল্লী ডেয়ারডেভিলস। তাও আবার ২ ওভার ৩ বল হাতে রেখে। সর্বোপরি আইপিএলে রান টপকে জয়ের ইতিহাসে যেটি দ্বিতীয় স্থানে। আর এটা সম্ভব হয়েছে ঋষভ পন্থের ঝড়ো ব্যাটিংয়ের কারণে। মাত্র ৪৩ বলে ৬ চার ও ৯ ছক্কায় ৯৭ রানের এক টর্নেডো ইনিংস উপহার দিয়েছেন ১৯ বছর বয়সী প্রতিভাবান এ ব্যাটসম্যান। সাঞ্জু স্যামসন ৩১ বলে ৬১, চার নেই, ছক্কা ৭টি। পন্থের ব্যাটিংয়ে মুগ্ধ গ্রেট শচীন টেন্ডুলকর টুইটারে লিখেছেন, ‘এটি আমার দেখা আইপিএলের সেরা ইনিংসগুলোর একটি। আর আগের দশ মৌসুম হিসেব করেই বলছি।’ যার সঙ্গে তুলনা, পন্থের জন্মস্থান দিল্লীর সেই বড় তারকা শেবাগও মুগ্ধ, ‘একজন খেলোয়াড় যখন নিজের ওপর অদম্য বিশ্বাস নিয়ে খেলে, আর বল মারার মতো বিশেষ দক্ষতাও থাকে, সেটি দেখতেই ভাল লাগে। পন্থের কাছ থেকে বিশেষ ইনিংস দেখলাম।’ পন্থ বাংলাদেশে অনুষ্ঠিত গত অনুর্ধ-১৯ বিশ্বকাপেও ছিলেন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য। অনেকেই তার মাঝে শেবাগের ছাঁয়া দেখেন। ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে টি২০ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখেছেন। ভবিষ্যতে বিরাট কোহলিদের সঙ্গে ওয়ানডে-টেস্টে দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
×