ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফাইনালের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৪:২৭, ৬ মে ২০১৭

ফাইনালের পথে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগ ফুটবলের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার রাতে সেমিফাইনালের প্রথম লেগে ম্যানইউ ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোকে। রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লীগ জিতেছে তিনবার। কিন্তু ইউরোপা লীগ জেতাটা তো দূরের কথা, ফাইনালেও যাওয়া হয়নি। এইবার সেই সুযোগ তাদের সামনে। ১১ মে নিজেদের মাঠে অঘটনের শিকার না হলে ২৪ মে স্টকহোমের ফাইনালে খেলবে জোশে মরিনহোর দল। সেল্টার মাঠে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হয় ম্যানইউকে। বারবার তাদের আক্রমণ মুখ থুবড়ে পড়েছে স্বাগতিক গোলরক্ষক সার্জিও আলভেজের কাছে। প্রথমার্ধে এই আলভেজই রেড ডেভিলসদের তিনটি নিশ্চিত সুযোগে দেয়াল হয়ে দাঁড়ান। বিরতির পর ম্যাচের ৬৭ মিনিটে কপাল খোলে মরিনহো বাহিনীর। এ সময় ২০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রিকিকে আলভেজ বাধা পার করতে পারেন রাশফোর্ড। এই উঠতি তারকার শেষ মুহূর্তের গোলেই কোয়ার্টারে আন্ডারলেখট বাধা পেরোতে পেরেছিল ম্যানইউ। প্রতিপক্ষের মাঠে এই জয় স্বস্তির হাওয়া বইয়ে দিচ্ছে চোটজর্জর রেড ডেভিলস শিবিরে। ম্যানইউর জন্য যতটা না গুরুত্বপূর্ণ ইউরোপা লীগ শিরোপা জেতা তার বেশি প্রয়োজন চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফায়িং করা। আর ইউরোপা লীগ শিরোপা জয়ই সেই দরজা খুলে দিতে পারে এই মুহূর্তে ইংলিশ প্রিমিয়ার লীগে পয়েন্ট টেবিলে পাঁচে থাকা মরিনহো শিষ্যদের জন্য। টুর্নামেন্টটির চ্যাম্পিয়নরা পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা পায়। বুধবার আরেক সেমির প্রথম লেগে ডাচ ক্লাব আয়াক্স নিজেদের মাঠে ৪-১ গোলে হারিয়েছে ফ্রান্সের ক্লাব লিওঁকে। নতুন কোচ কাজে যোগ দেবেন জুনে স্পোর্টস রিপোর্টার ॥ এ মাসের দ্বিতীয় সপ্তাহের পরে জানা যাবে কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ। এমনটাই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। এর আগে কোচ নিয়োগের ব্যাপারে একাধিক তারিখ দিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বাফুফে। তবে নতুন কোচ যেই হোক না কেন তিনি জুনের প্রথম সপ্তাহে কাজে যোগ দেবেন বলেও নিশ্চিত করেন বাফুফের এই উর্ধতন কর্মকর্তা। এই একই কথা এই নিয়ে টানা চতুর্থবারের মতো বললেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভুটান বিপর্যয়ের পর থেকেই কোচহীন জাতীয় ফুটবল দল। গত ৮ মাসে কমপক্ষে বেশ কয়েকবার কোচ নিয়োগের সময়সীমা বাড়িয়েছে বাফুফে। কিন্তু প্রতিটি মিটিংই শেষ হয়েছে আশ্বাসের মধ্যে দিয়ে।
×