ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ব্রিজটাউন টেস্টে উইন্ডিজের স্মরণীয় জয়

প্রকাশিত: ০৪:২৬, ৬ মে ২০১৭

ব্রিজটাউন টেস্টে উইন্ডিজের স্মরণীয় জয়

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান কেন ‘আনপ্রেডিক্টেবল’, বিশ্ব ক্রিকেট সেটি আর একবার দেখল। জ্যামাইকায় নিশ্চিত ড্র হতে যাওয়া প্রথম টেস্ট শেষদিনের নাটকীয়তায় জিতে নিয়েছিল মিসবাহ-উল হকের দল। সেই তারাই চারদিন পর্যন্ত এগিয়ে থেকেও দ্বিতীয় টেস্টে হেরে গেল লজ্জাজনকভাবে। ব্রিজটাউনে দ্বিতীয় ইনিংসে ৩৪.৪ ওভারে ৮১ রানে অলআউট সফরকারীদের পরাজয় ১০৬ রানে। গতির তোপে দিশেহারা পাকিস্তানের ১০ উইকেটের সবকটিই তুলে নিয়েছেন উইন্ডিজ পেসাররা। শ্যানন গ্যাব্রিয়েলের বোলিং ফিগার ১১-৪-১১-৫, প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ডানহাতি এই ত্রিনিদাদিয়ান পেসার। দুর্দান্ত জয়ের পর দলীয় নৈপুণ্য, বিশেষ করে পেসারদের বিশেষ কৃতিত্ব দিয়েছেন অধিনায়ক জেসন হোল্ডার। অন্যদিকে কিংস্টন ওভালের পিচ নিয়ে অসন্তোষ থাকলেও বাজে হারের জন্য নিজেদের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেছেন পাক অধিনায়ক মিসবাহ। বুধবার ডমিনিকায় শুরু সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্ট। রোস্টন চেজের সেঞ্চুরি (১৩১) ও হোল্ডারের হাফ সেঞ্চুরির (৫৮) ওপর ভর করে প্রথম ইনিংসে ৩১২ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে আজহার আলি (১০৫), আহমেদ শেহজাদ (৭০) ও মিসবাহর (৯৯) দারুণ ব্যাটিংয়ে ৩৯৩ রান করে পাকিস্তান। উইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ২৬৮ রান করলে জয়ের জন্য পাকিস্তানের সামনে ১৮৮ রানের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। কিন্তু সেটি তাড়া করতে গিয়েই গ্যাব্রিয়েল, হোল্ডার ও আলজারি জোসেফের পেস-তা-বে দিশেহারা সফরকারীরা। এক পর্যায়ে ২২তম ওভারে স্কোর বোর্ডে ৩৬ রান যোগ করতে ৭ উইকেট হারায় পাকিস্তান। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র চারজনÑ আজহার (১০), শেহজাদ (১৪), সরফরাজ (২৩) ও আমির (২০)। প্রয়োজনের সময় নিজেদের মেলে ধরতে পারেননি শেষ আন্তর্জাতিক সিরিজে খেলা ইউনুস খান (৫) আর মিসবাহ-উল-হকও (০)। টেস্ট স্পেশালিস্ট আসাদ শফিকও রানের খাতা খুলতে পারেননি। ভরাডুবির মাঝে অষ্টম উইকেটে ৪২ রানের জুটিতে খানিক প্রতিরোধ গড়েন সরফরাজ আহমেদ (২৩) ও মোহাম্মদ আমির (২০)। তাতে হারের অপেক্ষায় থাকা দলের কালক্ষেপণই হয়েছে মাত্র। ফল নিজেদের টেস্ট ইতিহাসের দশম সর্বনিম্ন ৮১ রানে অলআউট পাকিরা। বিপরীতে এই প্রথম পাকিস্তানের দশ উইকেটের সবকটি নিলেন উইন্ডিজ পেসাররা। টেস্টেই গত দশ বছরে এমন ঘটনা এই প্রথম। স্কোর ॥ ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩১২/১০ (৯৮.৫ ওভার; কাইরেন পাওয়েল ৩৮, চেজ ১৩১, হোল্ডার ৫৮, ডরিখ ২৯; আমির ৩/৬৫, আব্বাস ৪/৫৬, ইয়াসির ২/৮৩) ও দ্বিতীয় ইনিংস ২৬৮/১০ (১০২.৫ ওভার; ব্রেথওয়েট ৪৩, হেটমায়ার ২২, হোপ ৯০, চেজ ২৩, ভিশাল ৩২, বিশু ২০*; আব্বাস ২/৫৭, ইয়াসির ৭/৯৪)। পাকিস্তান প্রথম ইনিংস ৩৯৩/১০ (১৪০ ওভার; আজহার ১০৫, শেহজাদ ৭০, মিসবাহ ৯৯, শফিক ১৫, শাদাব ১৬, ইয়াসির ২৪; গ্যাব্রিয়েল ৪/৮১, হোল্ডার ৩/৪২, বিশু ৩/১১৬) ও দ্বিতীয় ইনিংস ৮১/১০ (৩৪.৪ ওভার; আজহার ১০, শেহজাদ ১৪, বাবর ০, ইউনুস ৫, মিসবাহ ০, শফিক ০, সরফরাজ ২৩, শাদাব ১, আমির ২০, ইয়াসির ০, আব্বাস ০*; গ্যাব্রিয়েল ৫/১১, জোসেফ ২/৪২, হোল্ডার ৩/২৩)। ফল ॥ ওয়েস্ট ইন্ডিজ ১০৬ রানে জয়ী। ম্যাচসেরা ॥ গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)। সিরিজ ॥ তিন টেস্টের সিরিজ ১-১এ চলমান।
×