ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বিশাল জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী

প্রকাশিত: ০৪:২৫, ৬ মে ২০১৭

বিশাল জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের (ডিপিএল) সপ্তম রাউন্ডে বিশাল জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ১০৭ রানের জয়ে তারা পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে। ওপেনার সাদমান ইসলাম দারুণ সেঞ্চুরি হাঁকান। শুভাগত হোম নেন ৫ উইকেট। আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে উঠে এসেছে চার নম্বরে। শুক্রবার দিনের অপর ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ বোলারদের দাপটে ৪৫.৩ ওভারে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ইনিংস। উত্তম সরকার সর্বোচ্চ ৪৫ বলে ৪ চারে ৩৫ এবং ওপেনার রুবেল মিয়া ২৮ রান করেন। পাক স্পিনার রাজা আলী দার মাত্র ১৩ রানে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে ৪৪ রানে দুই উইকেট হারায় রূপগঞ্জ। তবে তরুণ ওপেনার পিনাক ঘোষের ১১০ বলে ৪ চারে করা ৬২ রানে জয় পেতে সমস্যা হয়নি তাদের। ৪৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৬ রান তুলে জয় নিশ্চিত করে রূপগঞ্জ। বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন আবাহনীর ওপেনাররা। লিটন দাস ও সাদমানের ১১৯ রানের উদ্বোধনী জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে ওঠে। লিটন মাত্র ৬৩ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৫ রান করে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে আরও ১০১ রানের জুটি গড়েন সাদমান ও সাইফ হাসান। সাদমান ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ শতক হাঁকান। মাত্র ১০০ বলে ৯ চার ও ৩ ছক্কায় ১০৩ রান করে ফিরে যান তিনি, সাইফ করেন ৫৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৫১। এরপরও ৪৯.২ ওভারে ৩০৫ রানে গুটিয়ে যায় আবাহনীর ইনিংস। ৩টি করে উইকেট নেন আরিফুল হক ও আল-আমিন হোসেন। জবাব দিতে নেমে ৫০ রানের উদ্বোধনী জুটিতে ভালই জবাব দিচ্ছিল প্রাইম ব্যাংক। কিন্তু শুভাগত হোমের ঘূর্ণি তোপে পরিস্থিতি বদলে যায়। ৮ নম্বরে নেমে সালমান হোসেন ৭৫ বলে ৬ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ অপরাজিত ৬১ রানের ইনিংস খেললে বড় লজ্জা থেকে বাঁচে প্রাইম ব্যাংক। এরপরও ৪৪.৫ ওভারে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় তারা। শুভাগত ৪৭ রানে নেন ৫ উইকেট। ১০৭ রানের বড় জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকায় দুই নম্বরে আবাহনী। উন্নতি হয়েছে মোহামেডানেরও। ফতুল্লায় দোলেশ্বরের বিরুদ্ধে বেশ নিয়ন্ত্রিত বোলিং করেন দলটির বোলাররা। এ কারণে ৯ উইকেটে ২২৮ রানের বেশি করতে পারেনি দোলেশ্বর। ওপেনার আব্দুল মজিদ ৭৩ বলে ৪ চার ও ১ ছক্কায় ৫০, ফরহাদ রেজা ৪২ বলে ২ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন। ৩টি করে উইকেট নেন চারিথ আসালঙ্কা ও সাজেদুল ইসলাম। জবাব দিতে নেমে তরুণ ওপেনার অভিষেক মিত্রের দারুণ ব্যাটিংয়ে ভালভাবেই এগোতে থাকে মোহামেডান। তার প্রথম উইকেটে ৫৭, দ্বিতীয় উইকেটে ৬৫ ও চতুর্থ উইকেটে ৫৫ রানের জুটি মোহামেডানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন অভিষেক। ১৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৬৫ রান করার পর রানআউট হয়ে যান। ৪৯ রানে অপরাজিত থাকেন রকিবুল। ৪৭.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩২ রান তুলে জয় পায় মোহামেডান। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখন চার নম্বরে তারা। স্কোর ॥ ভিক্টোরিয়া ইনিংস- ১৫৫/১০; ৪৫.৩ ওভার (উত্তম ৩৫, রুবেল ২৮, ইমামুল ২২; রাজা ৩/১৩, মোশাররফ ২/৩৬, শরীফ ২/৪৪)। রূপগঞ্জ ইনিংস- ১৫৬/৪; ৪৫.৩ ওভার (পিনাক ৬২, নাঈম ২৯*, মোশাররফ ২১; আরাফাত ১/১৬)। ফল ॥ লিজেন্ডস অব রূপগঞ্জ ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ পিনাক ঘোষ (লিজেন্ডস অব রূপগঞ্জ)। আবাহনী ইনিংস- ৩০৫/১০; ৪৯.২ ওভার (সাদমান ১০৩, লিটন ৬৫, সাইফ ৫১; আল-আমিন ৩/৪৭, আরিফুল ৩/৫৮)। প্রাইম ব্যাংক ইনিংস- ১৯৮/১০; ৪৪.৫ ওভার (সালমান ৬১*, আল-আমিন ৩১, মারুফ ৩১; শুভাগত ৫/৪৭)। ফল ॥ আবাহনী ১০৭ রানে জয়ী। ম্যাচসেরা ॥ সাদমান ইসলাম (আবাহনী লিমিটেড)। প্রাইম দোলেশ্বর ইনিংস- ২২৮/৯; ৫০ ওভার (মজিদ ৫০, ফরহাদ ৪৬, জাকের ৪০; আসালঙ্কা ৩/২৯, সাজেদুল ৩/৩০)। মোহামেডান ইনিংস- ২৩২/৪; ৪৭.৪ ওভার (অভিষেক ৯৫, রকিবুল ৪৯*, রনি ২৬, মিলন ২৬*; ইমতিয়াজ ১/৭)। ফল ॥ মোহামেডান ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ অভিষেক মিত্র (মোহামেডান স্পোর্টিং ক্লাব)।
×