ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন, গাড়ির ধাক্কায় বৃদ্ধা হত

প্রকাশিত: ০৪:১৮, ৬ মে ২০১৭

রাজধানীতে স্বামীর হাতে স্ত্রী খুন, গাড়ির ধাক্কায় বৃদ্ধা হত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। ধানমণ্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। উত্তরায় এক প্রতারকচক্রের হোতাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে বংশালে পাঁচ হাজার পিস নেশার ইনজেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর পল্লবীতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে হেলেনা আক্তার (২৭) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা নিহতের ঘাতক স্বামী ইমান আলীকে আটক করে পুলিশে দিয়েছেন। নিহত হেলেনার বাবার নাম মৃত মিরাজ আলী। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার লরকরিচড় গ্রামে। নিহত হেলেনা তার স্বামী মাটি কাটা শ্রমিক ইমান আলীর সঙ্গে পল্লবী থানার কালশীর কালাপানি এলাকা ভাড়া থাকতেন। নিহতের প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলের দিকে হেলেনার সঙ্গে তার স্বামী ইমানের পরিবারিক বিষয় নিয়ে কাথা কাটাকাটি হয়। এ সময় ইমান আলী ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী হেলেনাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হেলেনার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইমান আলী পালানোর চেষ্টা চালায়। পরে স্থানীয়রা ইমান আলীকে ধরে গণধোলাই দেয় আর রক্তাক্ত ও গুরুতর আহতাবস্থায় হেলেনাকে উদ্ধার করে বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, ঘটনার পর স্থানীয়রা নিহত হেলেনার স্বামী ইমান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। হাসপাতালে নিহতের ভাই মোঃ রতন সাংবাদিকদের জানান, বিকেলে ইমান আলী হেলেনাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আশপাশের লোকজন ইমানকে আটক করে। সড়ক দুর্ঘটনায় একজন নিহত রাজধানীর ধানমণ্ডিতে প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ফয়সাল রহমান জানান, শুক্রবার দুপুরে ধানমণ্ডি ২৭ নম্বর রোডের রাস্তা পার হচ্ছিলেন অজ্ঞাত ওই বৃদ্ধা। এ সময় বেপরোয়াগতির একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটে। তার নাম-পরিচয় জানা যায়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেল ৩টার দিকে অজ্ঞাত ওই বৃদ্ধা মহিলার লাশের ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরনে প্রিন্টের শাড়ি ছিল। প্রতারক গ্রেফতার টাকার বিনিময়ে ব্যাংকে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে একটি চক্র। ওই প্রতারক চক্রের হোতা আরিফুজ্জামান শিবলুকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার বিকেলে র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ এভিনিউ মোড়ে আতাউর স্টোরের সামনে অভিযান চালিয়ে শিবলুকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১-এর সিনিয়র এ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত জানান, ওই চক্র একটি সদ্য প্রতিষ্ঠিত ব্যাংকে টাকার বিনিময়ে নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছে। এজন্য ভুয়া অফার লেটারও দেয় তারা। ওই অফার লেটার নিয়ে ব্যাংকে যোগ দিতে গেলে তা ভুয়া বলে প্রমাণিত হয়। তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পুরান ঢাকার বংশালে দুই মাদকসম্রাজ্ঞীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলোÑ সীমা আক্তার (৩৮), সামসুন্নাহার (২০) ও মোঃ সাইফুল ইসলাম (৪২)। এ সময় তাদের কাছ থেকে পাঁচ হাজার পিস নেশার ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
×