ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সড়ক পরিবহন আইন পাসে বাধা দিলে প্রতিহত করার ঘোষণা শ্রমিক লীগের

প্রকাশিত: ০৪:১৮, ৬ মে ২০১৭

সড়ক পরিবহন  আইন পাসে বাধা দিলে প্রতিহত  করার ঘোষণা  শ্রমিক লীগের

স্টাফ রিপোর্টার ॥ প্রস্তাবিত ‘সড়ক পরিবহন আইন-২০১৭’ পাসে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচী থেকে এ ঘোষণা দেয়া হয়। ‘শ্রম আইন পরিপন্থী অবৈধ চাঁদা আদায় বন্ধ, মালিক কর্তৃক শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ ১২ দফা দাবিতে কর্মসূচীর ডাক দেয় সরকার সমর্থক শ্রমিক সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। গত সপ্তাহে পরিবহন শ্রমিক-মালিকদের আরেকটি অংশ রাজধানীতে বৈঠক করে প্রস্তাবিত সড়ক পরিবহন আইন-২০১৭ প্রতিহত করার ঘোষণা দেয়। পাশাপাশি আইন ঠেকাতে দেশের সব জেলায় আন্দোলনের রূপরেখাও ঘোষণা করা হয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে, যার ধারাবাহিকতায় শ্রমিকদের অপর পক্ষ থেকে আইন পাসে বাধা সৃষ্টিকারীদের প্রতিহত করার ঘোষণা দেয়া হলো। সংগঠনের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ হানিফ খোকন, মোঃ আমিরুল ইসলাম আমির, মোঃ মুজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরএ জামান, প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, মোঃ সুমন শেখ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ হারুন উর রশিদ এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মোঃ ইরফান করিম।মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী বলেন, সড়ক পরিবহনে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে ইতোমধ্যে ‘সড়ক পরিবহন আইন-২০১৭’ বর্তমান সরকার প্রণয়ন করেছে, সেজন্য সরকারকে অভিনন্দন। তবে ‘সড়ক পরিবহন আইন-২০১৭’-এ শ্রমিক-মালিক স্বার্থবিরোধী ধারা-উপধারা আছে। আলোচনার মাধ্যমে ধারা-উপধারাগুলো সংস্কার করার মধ্য দিয়ে শ্রমিক-মালিকদের জন্য আইনটি যুগোপযোগী করতে সরকারের কাছে জোর দাবি জানান।
×