ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৬ কোটি টাকার বিদ্যুত বিল বকেয়া সংযোগ পাচ্ছে না বরিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

প্রকাশিত: ০৪:১০, ৬ মে ২০১৭

২৬ কোটি টাকার বিদ্যুত বিল বকেয়া সংযোগ পাচ্ছে না বরিশাল ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট

স্টাফ রিপোর্টার॥ সিটি কর্পোরেশনের কাছে ২৬ কোটি টাকা বিল বকেয়া থাকায় বিদ্যুত সংযোগ দেয়া হচ্ছে না বরিশালের সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে। এতে ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণের দুই বছর পরও চালু করা যাচ্ছে না প্লান্ট। কর্পোরেশন বলছে, বিল পরিশোধে তারা আশ্বাস দিলেও বিদ্যুত বিভাগ গড়িমসি করছে। তবে বিদ্যুত বিভাগের দাবি, একের পর এক আশ্বাসে ব্যর্থ হওয়ায় নগর ভবনের কর্তাদের ওপর আস্থা নেই তাদের। পানির চাহিদা পূরণে ২০১২ সালে বরিশাল নগরীর বেলতলায় ও ২০১৩ সালে রূপাতলীতে দুটি সারফেজ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ শুরু করে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতর। যা শেষ হতে লাগে দু’বছর। এর পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যুত সংযোগ না থাকায় তা চালু হয়নি। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। সিটি কর্পোরেশনের কাছে ২৬ কোটি টাকা বিল বকেয়া থাকায় দেয়া হয়নি বিদ্যুত সংযোগ। তবে দায় এড়ালেন নগরপিতা। তার দাবি, পর্যায়ক্রমে বকেয়া বিল পরিশোধের আশ্বাস দেয়া সত্ত্বেও পাওয়া যাচ্ছে না বিদ্যুত সংযোগ। একের পর এক আশ্বাস দিয়েও বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় সিটি কর্পোরেশনের ওপর আস্থা হারিয়ে ফেলেছে বিদ্যুত বিভাগ। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষ জানানো হয়েছে, বললেন এক কর্মকর্তা। প্রায় ৫ লাখ বাসিন্দার বরিশাল নগরীতে প্রতিদিন পানির চাহিদা সাড়ে ৪ কোটি লিটার। এখন সরবরাহ করা হচ্ছে, ১ কোটি ৫৭ লাখ লিটার। প্লান্ট দুটি চালু হলে আরও ৩ কোটি ২০ লাখ লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।
×