ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আবর্জনার ভাগাড়ে পরিণত হচ্ছে লালনশাহ পার্ক

প্রকাশিত: ০৪:০৮, ৬ মে ২০১৭

আবর্জনার ভাগাড়ে  পরিণত হচ্ছে লালনশাহ পার্ক

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী নগরবাসী অবসরে একটু সময় কাটাতে যান পদ্মাপারে। এ কথাটা মাথায় রেখে সিটি কর্পোরেশন সেখানে দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র লালনশাহ পার্ক নির্মাণ শুরু করে। কিন্তু প্রায় এক বছর হলো বন্ধ রয়েছে কাজ। এতে ভেস্তে যেতে বসেছে কোটি টাকার প্রকল্প। এ সুযোগে দখল হয়ে যাচ্ছে নির্মাণাধীন সৌন্দর্য বর্ধন স্থাপনা। এ অবস্থায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনগুলো। দ্রুত আলোচনার মাধ্যমে কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। কোন বিশেষ দিবস বা নিত্যদিনের একটু প্রশান্তির খোঁজে নগরবাসীর প্রথম পছন্দের স্থান পদ্মা নদীরপার। তাই স্থানটিকে ফুল, ঘাসকার্পেট ও সবুজ বেষ্টনী করে দৃষ্টিনন্দন পার্ক হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয় সিটি কর্পোরেশন। বিনোদনের জন্য নির্মাণ করা হয় সাংস্কৃতিক মঞ্চ। পার্ক রক্ষণাবেক্ষণে নির্ধারণ করা হয় নামমাত্র প্রবেশ মূল্যও। কিন্তু তাতেই বাদ সাধে রাজশাহীর নাগরিক সংগঠনগুলো। তাদের আন্দোলনের মুখে বন্ধ হয় পার্ক নির্মাণের কাজ। এ সুযোগে পার্কজুড়ে গড়ে উঠেছে গবাদিপশুর গোয়ালঘর ও দলের নামে ক্লাবঘর আর দখলদারদের নৈরাজ্য। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে পার্ক এলাকা। রক্ষণাবেক্ষণ না থাকায় নষ্ট হচ্ছে কোটি টাকার সৌন্দর্যবর্ধন স্থাপনাও। এ অবস্থায় নাগরিক সুবিধা নিশ্চিত করতে পার্ক নির্মাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ নাগরিক সংগঠনগুলোর নেতাদের। অবশ্য এ বিষয়ে পরামর্শ নিয়ে প্রকল্পটির কাজ শেষ করার আগ্রহ প্রকাশ করছেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রধান প্রকৌশলী আশরাফুল হক। তিনি বলেন, পুরোপুরি ফ্রি করে এর বিনোদনের সুযোগ দেয়া সম্ভব নয়। সেখানে একটি ম্যানেজমেন্ট থাকতে হবে। আর আগে যারা এর বিরোধিতা করেছে তাদের অনুরোধ করব তারা যেন সেই অবস্থান থেকে সরে আসেন। সিটি কর্পোরেশনের দেয়া তথ্য মতে, ২ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে চার বিঘা জায়গাজুড়ে নির্মাণ হচ্ছে লালনশাহ পার্ক।
×