ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মহানাম সংকীর্তন শুরু

প্রকাশিত: ০৪:০৭, ৬ মে ২০১৭

মহানাম সংকীর্তন শুরু

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ গলাচিপা কালীবাড়ি আঙিনায় বরাবরের মতো শুক্রবার ভোর থেকে শুরু হয়েছে ১০ দিনব্যাপী মহানাম সংকীর্তন। এবারের সংকীর্তনে নাম সুধা পরিবেশন করবে, ভক্ত হরিদাস, বিবেকানন্দ, গোবিন্দ ভক্ত, বীণাপানি, হরিনাম, নবদিপুশ্রী ও কৃষ্ণমুরারী সম্প্রদায়। শেষ দু’দিনে অনুষ্ঠিত হবে অষ্টকালীন লীলা কীর্তন। পরিবেশন করবেন শ্রীমতি কৃষ্ণা পাল, প্রণতি দেবী পপি, শ্রীমতি দ্রৌপদী দেবী ও উত্তমানন্দ দাস। আগামী ১৫ মে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, দ্বিপ্রহরে মহাপ্রভুর ভোগরাগ ও মহোৎসবের মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহানাম সংকীর্তন শেষ হবে। কালীবাড়ি পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সংকীর্তন চলাকালীন প্রতিদিন নারায়ণ সেবার ব্যবস্থা করা হয়েছে।
×