ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাউন্সিলরকে ঘুষি মারায় ভাংচুর

প্রকাশিত: ০৪:০৭, ৬ মে ২০১৭

কাউন্সিলরকে  ঘুষি মারায়  ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৫ মে ॥ বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার কাউন্সিলর ইমান আলীকে ঘুষি মারায় তার সমর্থকরা বনপাড়া বাজারস্থ খাবার হোটেল ভাংচুর করেছে। এ ঘটনায় শুক্রবার সকালে হোটেল মালিক সেলিম ওই কাউন্সিলরসহ তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে বনপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর ইমান আলী, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য আব্দুল আজিজ বনপাড়া বাজারে সেলিমের খাবার হোটেলে গিয়ে খাবার খায়। খাবার শেষে বিল দিতে গিয়ে দামদর নিয়ে কথাকাটির একপর্যায়ে হোটেলের মালিক সেলিম হোসেন কাউন্সিলর ইমান আলীকে ঘুষি মারে। এতে উপস্থিত তার দুই সহযোগী ও সমর্থকরা সেলিমকে মারতে গেলে সে দৌড়ে পালায়। পরে হোটেলের টেবিল-চেয়ার ভাংচুর করা হয়। এ ঘটনা শুক্রবার সকালে সেলিম হোসেন অন্যান্য হোটেল মালিককে জানালে তাৎক্ষণিক ওই বাজারের সকল হোটেল বন্ধ করে দেয়। পরে বিচারের দাবি তুলে মিছিল করে হোটেল মালিক-কর্মচারীরা। খবর পেয়ে বনপাড়া তদন্ত কেন্দ্র ও বড়াইগ্রাম থানা পুলিশ এসে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের মধ্যস্থতায় ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস সাপেক্ষে হোটেল বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।
×