ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৪:০৬, ৬ মে ২০১৭

ইউপি চেয়ারম্যানের  বাড়ি থেকে অস্ত্র  উদ্ধার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। পুলিশ জানায়, অভিযান চলাকালে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালিয়ে চেয়ারম্যানের ভাই উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন বাপ্পী পালিয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশের উপ-কমিশনার (উত্তর) আব্দুল ওয়ারিশ খান। বৃহস্পতিবার রাত থেকে চেয়ারম্যানের বাড়িতে ব্যাপক তল্লাশি চালানো হয়। এছাড়া শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত পুলিশ মোতায়েন ছিল। জানা যায়, গত ১ মে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার দক্ষিণ শহীদনগর এলাকা থেকে দুইটি অস্ত্র ও ১১ রাউন্ড কার্তুজসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের স্বীকারোক্তিতে অস্ত্র ব্যবসায়ী বাপ্পীর তথ্য উঠে আসে। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। অভিযানকালে সিএমপির পুলিশ বোয়ালখালী থানা পুলিশের সহায়তা চায় বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী।
×