ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রণদা প্রসাদ পদক পাচ্ছেন তিন বরেণ্য ব্যক্তি

প্রকাশিত: ০৪:০৬, ৬ মে ২০১৭

রণদা প্রসাদ পদক  পাচ্ছেন তিন বরেণ্য ব্যক্তি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ মে ॥ দেশের তিন বরেণ্য ব্যক্তিকে দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক-২০১৭ প্রদান করা হবে। শুক্রবার সকাল কুমুদিনী কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করা হয়। যাদের স্বর্ণপদক দেয়া হবে সেই বরেণ্য ব্যক্তিরা হলেনÑ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত (মরণোত্তর), স্যার ফজলে হাসান আবেদ (ব্র্যাকের চেয়ারপারসন) ও ড. মুহম্মদ জাফর ইকবাল (সাহিত্য)। এদের নাম ঘোষণা করেন কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল ডাঃ এম এ হালিম। স্বর্ণপদক প্রদান কমিটির আহ্বায়ক ও কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক প্রিন্সিপাল প্রতিভা মুৎসুদ্দির সভাপতিত্বে আরও বক্তৃতা করেন কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল ও একাডেমিক উপদেষ্টা প্রফেসর ডাঃ এম এ জলিল, পরিচালক ডাঃ দুলাল চন্দ্র পোদ্দার, ভারতেশ্বরী হোমসের প্রিন্সিপাল প্রতিভা হালদার, ভাইস প্রিন্সিপাল গোলাম কিবরিয়া, ভারতেশ্বরী হোমসের সহকারী শিক্ষিকা ও লেখক হেনা সুলতানা। ১৩ মে ঢাকায় বাংলা একাডেমি আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এ স্বর্ণপদক প্রদান করা হবে।
×