ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র জয়ন্তীতে রাষ্ট্রপতি যাচ্ছেন পতিসর

প্রকাশিত: ০৪:০৬, ৬ মে ২০১৭

রবীন্দ্র জয়ন্তীতে রাষ্ট্রপতি যাচ্ছেন পতিসর

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী আগামী পঁচিশে বৈশাখ সোমবার। এবারই প্রথম কবিগুরুর জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান পালিত হবে রবীন্দ্র স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে। পতিসরে কবিগুরুর জন্মোৎসব পালনে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। পতিসরে রবীন্দ্র কাচারী বাড়ির দেবেন্দ্র মঞ্চে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ। বিশেষ অতিথি থাকবেন একাধিক মন্ত্রী-এমপি ও রবীন্দ্র গবেষকগণ। এবার কবিগুরুর ১৫৬তম জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘মানুষের ধর্মঃ রবীন্দ্রনাথ ও সমকালীন প্রাসঙ্গিতা।’ এ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য রাখবেন, অধ্যাপক ড. হায়াৎ মামুদ। আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। কবিগুরুর জন্মোৎসব পালনে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি হাতে নেয়া হয়েছে।
×