ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছেলের হাতে মা খুন ॥ পাঁচ লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:০৫, ৬ মে ২০১৭

ছেলের হাতে মা খুন ॥ পাঁচ লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ রাজশাহীতে ছেলের লাঠির আঘাতে মা নিহত হয়েছেন। কিশোরগঞ্জে গৃহবধূ ও যুবক, নেত্রকোনায় কৃষক, মুন্সীগঞ্জে গৃহবধূ ও সাভারে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহী ॥ গোদাগাড়ীতে ছেলের লাঠির আঘাতে সেরিনা বেগম (৫২) নামে এক মা খুন হয়েছেন। ছেলের লাঠির আঘাতে বাবা হাবিবুর রহমানও আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গোদাগাড়ী উপজেলার ফরিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম বানী ইসরাইল (৩৫)। পুলিশ জানায়, রাতে বাড়িতে বানী ইসরাইল ও তার বাবা-মা ছাড়া অন্য কেউ ছিল না। হঠাৎ মা-বাবাকে বাঁশের মোটা লাঠি দিয়ে পেটাতে থাকেন বানী ইসরাইল। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান মা সেরিনা বেগম। এ সময় বাবা হাবিবুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন বাড়িতে ছুটে যান। তখন বাড়িতে হাবিবুর রহমানও আহত অবস্থায় পড়েছিলেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানায়, পাঁচ মাস আগে বিয়ে করেছেন বানী ইসরাইল। কিন্তু মাঝে মাঝে তার মানসিক ভারসাম্য হারিয়ে যায়। কিছুদিন আগেও সে তার বোনদের ঘরের ভেতর আটকিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি এমন কা- ঘটিয়েছেন। কিশোরগঞ্জ ॥ কটিয়াদীতে দুটি ঘটনায় এক গৃহবধূসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কটিয়াদী উপজেলার লোহাজুড়ি ও মালিকখালী এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। জানা যায়, উপজেলার লোহাজুড়ি পূর্ব চরপাড়াতলা গ্রামের মুন্সী উদ্দিনের ছেলে সৌদি প্রবাসী নূরুল হকের স্ত্রী দুই সন্তানের জননী নূরজাহান স্বামীর বাড়িতে বসবাস করছিলেন। গত ১ মে স্বামী বিদেশ থেকে দেশে এলেও পরিবারের লোকজন বিষয়টি জানতেন না। পরিবারের অভিযোগ, এর আগেও নূরজাহান নিখোঁজ হয়। এর পর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে শুক্রবার দুপুরে স্থানীয়দের খবরে বাড়ির পার্শ্ববর্তী পুরাতন ব্রহ্মপুত্র নদের কচুরিপানার নিচ থেকে পুলিশ নূরজাহানের মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর থেকে স্বামী নূরুল হক পলাতক রয়েছে। অপরদিকে একই সময় উপজেলার মানিকখালী রেলস্টেশন সংলগ্ন সেতুর নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনা ॥ নিখোঁজ হওয়ার দু’দিন পর জাহাঙ্গীর আলম(২৬) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে মদন থানা পুলিশ। শুক্রবার দুপুরে ফতেপুর গ্রাম সংলগ্ন মগড়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। জাহাঙ্গীর মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে। জানা গেছে, বুধবার বিকেল তিনটার দিকে মগড়া নদীতে গোসল করতে গিয়ে জাহাঙ্গীর আলম নিখোঁজ হন। শুক্রবার ফতেপুর গ্রামের আগপাড়ার সামনে মগড়া নদীতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদর থানার বাংলাবাজার ইউনিয়নের কালিরচর গ্রাম থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডলি বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। এসআই হাশেম জানান, কালিরচর গ্রামের ডলি বেগম নামের গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। তার স্বামীর নাম জাহাঙ্গীর আলম। তিনি বিদেশে থাকেন। সাভার ॥ আশুলিয়া থানাধীন টঙ্গাবাড়ি থেকে গলাকাটা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমন শেখ (২৭)। সে ফরিদপুর জেলার মধুখালী থানার পরকিতপুর গ্রামের কাজিম শেখের ছেলে। তার নামে কয়েকটি চুরি ও ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, শুক্রবার সকালে টঙ্গাবাড়ি এলাকার ‘পলমল’ গ্রুপের পোশাক কারখানার পেছনে খোলা স্থান থেকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। মেম্বার প্রার্থীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা বাঁশখালী থেকে জানান, শুক্রবার বাঁশখালীর প্রেমবাজারের পশ্চিম পুঁইছড়ি গ্রামের রহিম সওদাগর মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি গত ইউপি নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। তিনি পুঁইছড়ি বাজার সমিতির সাধারণ সম্পাদকও।
×