ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতভাগ ফেল করা দুই প্রতিষ্ঠান চালান একজনই

প্রকাশিত: ০৪:০৪, ৬ মে ২০১৭

শতভাগ ফেল করা দুই প্রতিষ্ঠান চালান একজনই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ মে ॥ এবারের এসএসসি পরীক্ষায় মদন উপজেলার দুটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাস করতে পারেনি। এ প্রতিষ্ঠান দুটি হচ্ছেÑ মদন সদরে অবস্থিত ‘মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ’ এবং ধোবাওয়ালা গ্রামে অবস্থিত ‘ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয়’। দুটি প্রতিষ্ঠানই রফিকুল ইসলাম গাজী পরিচালনা করেন। তিনি ছাড়া ওই প্রতিষ্ঠান দুটিতে আর কোন স্থায়ী শিক্ষক-শিক্ষিকা নেই। শতভাগ ফেল করার বিষয়ে তিনি সাংবাদিকদের কাছে দাবি করেছেন, ‘এভাবে প্রত্যেকের ফেল করার কথা নয়। জানা গেছে, এসএসসি পরীক্ষায় মদন আদর্শ কারিগরি ও বাণিজ্য কলেজ থেকে ৪০ এবং ধোবাওয়ালা কারিগরি বিদ্যালয় থেকে ৩৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। বৃহস্পতিবার এসএসসির ফলাফল প্রকাশিত হলে দেখা যায়Ñ প্রতিষ্ঠান দুটির কোন পরিক্ষার্থীই পাস করতে পারেনি। রফিকুল ইসলাম গাজী ২০১৪ সালে কারিগরি শিক্ষা বোর্ড থেকে প্রতিষ্ঠান দুটির পাঠ অনুমতি পান। একটিতে তিনি নিজেই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। অপরটিতে তিনি পরিচালনা পর্ষদের সভাপতি। তিনি নিজেই সবকিছু সামলান। তার দাবি এমপিওভুক্ত না হওয়ায় স্থায়ী শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেয়া যায়নি। কেউ আসতে চায় না। খ-কালীন শিক্ষক দিয়ে ক্লাস পরিচালনা করা হয়। এক টাকায় মিলছে এক লিটার পানি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মে ॥ সুপেয়, বিশুদ্ধ এক লিটার খাবার পানি মাত্র এক টাকায় মিলছে। তাও বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। এককথায় এক লিটার মিনারেল ওয়াটার বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে এক টাকায়। তাও প্রত্যন্ত গ্রামীণ জনপদে। অবিশ্বাস্য হলেও এটি এখন সত্য। সুপেয় ২০ লিটার পানির জার মাত্র ২০ টাকায় বাড়িতে বসে পাচ্ছে কলাপাড়ার নীলগঞ্জের সাধারণ মানুষসহ পৌর এলাকার মানুষ। বেসরকারী উন্নয়ন সংস্থা উদ্দীপন সুপেয় এ পানির উৎপাদন ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। সংস্থার সদস্যরা এক লিটার নিরাপদ, সুপেয় পানি পাচ্ছে মাত্র এক টাকায়। আর যারা সদস্য নন তারাও এ পানি পাচ্ছে লিটার মাত্র দুই টাকায়। যেখানে নামীদামী বিভিন্ন কোম্পানি আধালিটার পানি বিক্রি করছে ১২ থেকে ১৫ টাকায় আর এক লিটার মিনারেল ২০ থেকে ২৫ টাকায়, সেখানে এ খবরটি এলাকার মানুষের জন্য আনন্দের। উদ্দীপন আইটিএফ কর্মসূচীর মাধ্যমে এ সুপেয় পানি উৎপাদন ও বিতরণ কার্যক্রম শুরু করেছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন। বৃহস্পতিবার শেষ বিকেলে পাখিমারার নাওভাঙ্গা গ্রামের কুয়াকাটাগামী মহাসড়ক লাগোয়া এ প্লান্টটি করা হয়েছে। উদ্বোধনী সভায় ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট নাসিরউদ্দিন মাহমুদ সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ কলাপাড়ার ইউএনও এবিএম সাদিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি মেজবাহউদ্দিন মাননু, উদ্দীপনের আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। সাগরে ১২ জেলে অপহরণ নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৫ মে ॥ কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরের ঢালচর এলাকায় চারটি মাছ ধরা ট্রলারে ডাকাতি হয়েছে। এ সময় জলদস্যুদের গুলিতে এফবি জসিম নামের ট্রলারের মাঝি কামাল গুলিবিদ্ধ হয় এবং জলদস্যুদের নির্মম প্রহারে তিন জেলে অহত হয়। কামালের মাথায় ও বাহুতে গুলি লাগে। জলদস্যুরা এফবি জসিম ট্রলারসহ ১২ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে নিয়ে গেছে। শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ মাঝি কামালকে কুয়াকাটা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করে। গুলিবিদ্ধ কামালের বাড়ি ভোলার চরফ্যাশনের নুরাবাদ এলাকায়। ডাকাতির শিকার ট্রলার হচ্ছে ভোলার এফবি জসিম, কলাপাড়ার আলীপুরের এফবি সাকিব, এফবি ফয়সাল এবং বরগুনার এফবি মুসা। লটারির টিকেট বিক্রিতে বাধা ॥ আহত ৬ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৫ মে ॥ সদর উপজেলার দত্তপাড়ায় বৈশাখী মেলার নামে অবৈধ লটারি বাণিজ্যে বিক্রিতে বাধা দেয়ায় কামাল হোসেন সুমন নামের যুবকের ওপর হামলা করেছে মেলা কমিটির লোকজন ও ভাড়াটে সন্ত্রাসীরা। এ সময় ওই যুবককে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আওয়ামী লীগ নেতাসহ আরও পাঁচজন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে মেলা আয়োজক কমিটির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠের মেলা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন সুমন সাবেক ছাত্রলীগ নেতা। আহত অন্যান্যরা হচ্ছেন, উত্তর জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, স্থানীয় ছাত্রলীগ নেতা বাবু, বিজয়, মিরন। ৩০ লাখ টাকার গাঁজাসহ আটক ৫ নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ মে ॥ সদর সার্কেল এবং মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১শ’ ৯৫ কেজি গাঁজাসহ পাঁচ বিক্রেতাকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি ট্রাক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। আটক ব্যক্তিরা হচ্ছেÑ নেত্রকোনা সদর উপজেলার দরিজাগি গ্রামের খোকন মিয়া, বাইশধার গ্রামের এরশাদ মিয়া, নোয়াখালীর সুধারাম উপজেলার বিনোদপুর গ্রামের ট্রাক চালক আক্কাছ, একই উপজেলার লানানগর গ্রামের আব্দুল কাদের এবং নেত্রকোনার পূর্বধলা উপজেলার মানিকদী গ্রামের খোরশেদ আলম। জানা গেছে, খোকন মিয়া ও এরশাদ মিয়া বৃহস্পতিবার রাতে কুমিল্লার সোয়াগাজীর মাদক বিক্রেতা কালামের কাছ থেকে একট্রাক গাঁজা এনে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুলালের কাছে নিয়ে যাচ্ছিল। এ সময় সদর উপজেলার সাকুয়া বাজারে তাদের আটক করা হয়। ১৮ দোকান ভস্মীভূত পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি, ৫ মে ॥ মহালছড়ি উপজেলা সদরে অগ্নিকা-ে ছাই হয়ে গেছে ১৬ দোকান ও দুই বসতঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১৫টি দোকান। বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। পরীক্ষায় অকৃতকার্য ছাত্রীর আত্মহত্যা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ৫ মে ॥ জেলার শ্রীপুরের মহেশপুর গ্রামে আরিফা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থী বৃহস্পতিবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে শ্রীপুরের মহেশপুর গ্রামের মোহন ম-লের কন্যা। আরিফা জেলার শ্রীপুরের দ্বারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পরিবারের সদস্যরা তাকে শ্রীপুর উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক সংস্কার দাবিতে পরিবহন ধর্মঘট নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ৫ মে ॥ শুক্রবার সকাল হতে অনির্দিষ্টকালের জন্য লালমনিরহাট জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের নামুড়িতে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা ভাঙ্গা ও খানাখন্দে ভরা। প্রায়ই এ রাস্তায় যানবাহন দুর্ঘটনা লেগেই আছে। রাস্তা দ্রুত মেরামতের দাবিতে জেলা বাস, ট্রাক মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দিয়েছে। শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ মে ॥ মদন উপজেলার পাঁচ ইউনিয়নে বৃহস্পতিবার রাতে শিলাবৃষ্টি উঠতি বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলো হচ্ছেÑ তিয়শ্রী, ফতেপুর, নায়েকপুর, মদন ও কাইটাইল। রাত একটার দিকে প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলা বৃষ্টিতে বোর ধান ছাড়াও আমগাছসহ অন্যান্য ফসলেরও ব্যাপক ক্ষতি হয়। পাঁচ করাতকলে জরিমানা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ সদরে লাইসেন্স না থাকা পাঁচ করাতকলকে (স’মিল) ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সদর উপজেলার চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ এই জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বলেন, লাইসেন্স ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে চুলকাঠি বাজার এলাকার ৫ ব্যবসায়ী অবৈধভাবে করাতকল পরিচালনা করে আসছিল। সেখানে অভিযান চালিয়ে করাতকল পাঁচটি অবৈধ করাতকলের মালিককে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে লাইসেন্স বিহীন করাতকলগুলোকে বন্ধ করে দেয়া এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ করাতকলগুলোকে লাইসেন্স নবায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে। ট্রেনে কেটে যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৫ মে ॥ দেওয়ানগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলা সদর ইউনিয়নের দিঘলকান্দি লেভেল ক্রসিংয়ের কাছে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দেওয়ানগঞ্জ জিআরপি শুক্রবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। পানিতে ডুবে শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বৃহস্পতিবার বিকেলে খানসামা উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া গ্রামে খেলার সময় বাড়ির পাশে গর্তে পড়ে তিন বছর বয়সী শিশু মৌসুমী আকতার মৌয়ের মৃত্যু হয়েছে। মৌ মতিউর রহমানের কন্যা। সন্ধ্যায় মৌয়ের লাশ ভেসে ওঠে।
×