ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দারিদ্র্য ঠেকাতে পারেনি আল আমিনকে

প্রকাশিত: ০৪:০৩, ৬ মে ২০১৭

দারিদ্র্য ঠেকাতে পারেনি আল  আমিনকে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ মে ॥ অদম্য মেধাবীর গল্প। জিপিএ-৫ পেল আল আমিন, শত বাধা পেরিয়ে কাউখালীর আল আমিনের আলোর ঝিলিক। দারিদ্র্য দমাতে পারেনি আল আমিনকে। প্রায় ওদের ঘরে খাবার থাকত না। না খেয়ে রাতে পড়তে বসতে হতো ওকে। বিভিন্ন সময় না খেয়েই স্কুলে যেতে হতো ওকে। পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা গ্রামের আল আমিনের বাড়ি হলেও থাকে উপজেলার দক্ষিণ বন্দর হাসপাতাল রোডের ঝুপড়ি ঘরে। তাও আবার ভাড়ায়। ওর বাবার পক্ষে মাঝেমধ্যে চাল আনার পয়সা জোগাড় করা সম্ভব হতো না। দিনমজুর বাবার পক্ষে দুই বেলা দুই মুঠো খাবারের ব্যবস্থা করতে হিমশিম খেতে হতো। এরই মধ্যে সন্তানদের লেখাপড়ার খরচ যোগাড় করা কঠিন হয়ে পড়ে। এমনই অবস্থায় ওদের শ্রমিক হওয়ার কথা কিন্তু অদম্য মেধাবী আল আমিনের বেলায় তা ঘটেনি। শত বাধা পেরিয়ে ২০১৭ সালে কাউখালী সরকারী কে.জি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শিক্ষকরা জানালেন একদিনের জন্য স্কুলে ফাঁকি দেয়নি আল আমিন।
×